ইসলামাবাদ, 14 জানুয়ারি: 'ব্যাট'কে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)এর নির্বাচনী প্রতীক হিসাবে পুনঃস্থাপনের নির্দেশ দিয়েছিল পেশোয়ার হাইকোর্ট ৷ সেই নির্দেশকে খারিজ করে দিল পাকিস্তানের সুপ্রিম কোর্ট ৷ আর তারপরই ইমরান খানের দল ঘোষণা করেছে যে, তার প্রার্থীরা নির্দল হয়েই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৷ শনিবার এআরওয়াই নিউজ এই খবর জানিয়েছে ৷
পাক সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কাজী ফয়েজ ইশার নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চের এই রায় পূর্ববর্তী ক্ষমতাসীন দলের প্রতীকের ক্ষমতা ধরে রাখার আশায় একটি বড় ধাক্কা । আদালতের বাইরে গণমাধ্যমের কর্মীদের সঙ্গে কথা বলার সময় পিটিআই চেয়ারম্যান আইনজীবী গোহর আলি খান বলেন, সব দলের প্রার্থীরা আট ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৷ তাঁর কথায়, "আমরা আমাদের সমস্ত প্রার্থীদের তাঁদের নির্বাচনী প্রতীক-সহ একটি তালিকা প্রকাশ করব ৷" গোহর আরও বলেন, সুপ্রিম কোর্টের আদেশটি 'বিতর্কিত' এবং তাতে তিনি 'গভীরভাবে হতাশ' হন ৷ তাঁর দল সুপ্রিম কোর্টের রায়কে চ্যালেঞ্জ করবে বলেও জানিয়েছেন পিটিআই নেতা ।
তিনি বলেন, "আমাদের ব্যাট থাকুক বা না থাকুক, জনগণ এখনও আমাদেরই ৷ প্রতিটি ব্যক্তির মৌলিক অধিকার নিশ্চিত করা আদালতের দায়িত্ব।" তিনি দাবি করেন, যে টেকনিক্যাল গ্রাউন্ডের ভিত্তিতে রায় দেওয়া হয়েছে, তা ভুল ৷ স্বাধীনভাবে নির্বাচনে লড়লে দুর্নীতির নতুন দ্বার উন্মোচিত হবে বলেও দাবি করেন গোহর ।