পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

6 জানুয়ারি গন্তব্যে পৌঁছবে আদিত্য-এল1, 2024 গগনযানের বছর: ইসরো প্রধান

ISRO chief on Aditya-L1: আগামী 6 জানুয়ারি গন্তব্যে পৌঁছবে ভারতের প্রথম সৌর মিশন আদিত্য-এল1 ৷ জানালেন ইসরো প্রধান এস সোমনাথ ৷ তিনি আরও জানান, 2024 সাল হতে চলেছে গগনযানের বছর ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Jan 1, 2024, 5:37 PM IST

আদিত্য-এল1 ও গগনযান নিয়ে জানালেন ইসরো প্রধান

শ্রীহরিকোটা, 1 জানুয়ারি: 2 সেপ্টেম্বর যাত্রা শুরু করা ভারতের প্রথম সৌর মিশন আদিত্য-এল1 আগামী 6 জানুয়ারি তার নির্ধারিত গন্তব্য এল1 পয়েন্টে পৌঁছচ্ছে ৷ সোমবার সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে আবারও এ কথা জানিয়ে দিলেন ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ ৷

তিনি বলেন, "আদিত্য-এল1 আগামী 6 জানুয়ারি তার এল1 পয়েন্টে পৌঁছতে চলেছে এবং আমরা এটিকে সেখানে রাখার জন্য চূড়ান্ত কৌশল নিচ্ছি ৷" ব্ল্যাক হোল অধ্যয়ন করার জন্য এক্সপোস্যাট মিশনের সফল উৎক্ষেপণের পাঁকে এ কথা বলেন ইসরোর প্রধান ৷ এখনও পর্যন্ত আদিত্য এল1 চারটি পৃথিবী-বাউন্ড ম্যানুয়েভার এবং একটি ট্রান্স-ল্যাগ্রেঞ্জান পয়েন্ট 1 ইনসারশন কৌশলের মধ্য দিয়ে গিয়েছে, সবকটিই সফলভাবে সম্পন্ন হয়েছে ৷

2024 সালের প্রথম দিনে সাংবাদিকদের উদ্দেশে সোমনাথ বলেন যে, ইসরোর চলতি বছরে প্রায় 12টি মিশন রয়েছে । তাঁর কথায়, "12 মাসে (2024 সালে) আমাদের লক্ষ্যে ন্যূনতম 12টি মিশন থাকতে হবে । আমাদের হার্ডওয়্যার তৈরি করার ক্ষমতা, পরীক্ষা সম্পূর্ণ করার এবং সবকিছু ঠিকঠাক থাকলে তার উপর নির্ভর করে এই লক্ষ্যমাত্রা অতিক্রমও করে যেতে পারে । যদি এটি ঠিকঠাক না হয়, তাহলে একটি প্রভাব পড়তে পারে । অন্যথায়, আমরা কমপক্ষে 12-14টি মিশনের জন্য প্রস্তুত হচ্ছি ৷" তবে মিশনগুলি সম্পর্কে এর চেয়ে বেশি বিস্তারিত জানাননি তিনি ৷

গগনযান মিশন সম্পর্কে সোমনাথ বলেন, অন্তত দুটি আরও অ্যাবর্ট মিশন করা হবে, একটি মানবহীন মিশন, যদিও এটি দুটি করার লক্ষ্যমাত্রা রয়েছে ৷ প্যারাশুট ড্রপ পরীক্ষা এবং 2025 সালে প্রকৃত উৎক্ষেপণের আগে 100টি মূল্যায়ন পরীক্ষা পরিচালিত হবে । ইসরো প্রধানের কথায়, " 2024 গগনযানের প্রস্তুতির বছর হতে চলেছে...৷ পাশাপাশি এর সঙ্গে প্যারাশ্যুট সিস্টেম প্রমাণ করার জন্য আমাদের একটি হেলিকপ্টার-ভিত্তিক ড্রপ পরীক্ষা হবে; একাধিক ড্রপ পরীক্ষা হবে । এছাড়াও আমাদের কয়েকশো মূল্যায়ন পরীক্ষা থাকবে । সুতরাং এটি একটি গগনযান বছর হতে চলেছে ৷"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details