কেন্টাকি, 20 জুলাই: ভূতের ছবি দেখলে আপনার কি গায়ে কাঁটা দেয় ? নাকি অলৌকিক সব ব্য়াপার-স্য়াপার আপনি তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন ? তবে, একথা অস্বীকার করার কোনও উপায় নেই যে, আমাদের চারপাশে বিভিন্ন সময় এমন অনেক ঘটনা ঘটে, যার ব্যাখ্যা পাওয়া বেশ কঠিন ৷ সেই সব ঘটনা নিয়ে রহস্য ক্রমশ দানা বাঁধে ৷ বাড়ে কৌতূহল ৷
আন্তর্জাতিক সংবাদমাধ্যম এবং সোশ্য়াল মিডিয়ায় সম্প্রতি এমনই একটি 'ঘটনা'র খবর সামনে এসেছে ৷ যার কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি ভিডিয়ো ফুটেজ ৷ ওই ফুটেজটি আমেরিকা কেন্টাকি (Kentucky)-এর একটি বসত এলাকার বলে দাবি করা হচ্ছে ৷ তাতে রাস্তায় এক আজব প্রাণীকে অদ্ভূতভাবে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে ৷ অনেকেরই দাবি, ক্যামেরাবন্দি ওই প্রাণীটি আদতে নাকি ভিনগ্রহের বাসিন্দা (Alien Caught on Camera) !
আরও পড়ুন:Indian Scientists Discovery : নবীন ও বিরল গোষ্ঠীর নক্ষত্র আবিষ্কারে ভারতীয় বিজ্ঞানীরা