নিউ অরলিন্স, অক্টোবর 24:জলাভূমিরদাবালন থেকে ঘন কুয়াশা, কয়েকহাত দূরের বস্তুও চোখে না পড়ায় ঘটল বিপত্তি ৷ পর পর গাড়িতে ধাক্কা ৷ তাতেই মৃত্য়ু হল 7 জনের ৷ আহত হয়েছেন কমপক্ষে 25 জন । সোমবার ঘটনাটি ঘটেছে আমেরিকার লুসিয়ানিয়ায়। লুসিয়ানিয়ার জলাভূমি এলাকায় দাবানল থেকে ঘন কুয়াশার সৃষ্টি হয়েছে ৷ যার ফলে আশপাশের এলাকার দৃশ্যমানতা কমে যায় ৷ তার জেরেই এই দুর্ঘটনা ৷ 158টি গাড়ি দুর্ঘটনাগ্রস্থ হয়েছে ৷ প্রায় 55টি গাড়ি আগুলে ঝলসে গিয়েছে ৷
গভর্নর জন বেল এডওয়ার্ডস ইতিমধ্যেই নিহতদের প্রতি গভীর শোকপ্রকাশ করেছেন ৷ আহতের চিকিৎসার জন্য রক্তদাতাদের এগিয়ে আসার আরজি জানিয়েছেন ৷ জানা গিয়েছে সোমবার হঠাৎই লুসিয়ানিয়া দাবানলের দাপট বারে ৷ আগুনের কারণে ধোঁয়ার সৃষ্টি হয় ৷ তা থেকেই দৃশ্যমানতা কমে গিয়ে একটির পর একটি গাড়িতে ধাক্কা লেগে আগুন ধরে যায় ৷ প্রাণ বাঁচাতে গাড়ি থেকে নেমে পড়েন যাত্রীরা ৷ সাহায্যের জন্য চিৎকার করেন ৷