পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Firing at Imran Khan Rally: লং মার্চে আততায়ী হামলা, গুলিবিদ্ধ ইমরান খান - Firing at Imran Khan Rally

গুজরানওয়ালায় ইমরান খানের লং মার্চে হামলা ৷ প্রাক্তন পাক প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে প্রকাশ্যে চলল গুলি ৷ ইমরান খানের পায়ে গুলি লেগেছে বলেই বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্টে প্রকাশ ৷ (A firing was reported near the container of former PM and Pakistan) ৷

Etv Bharat
অল্পের জন্য প্রাণে বাঁচলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী

By

Published : Nov 3, 2022, 5:09 PM IST

Updated : Nov 3, 2022, 8:03 PM IST

গুজরানওয়ালা, 3 নভেম্বর: পাকিস্তানের পঞ্জাব প্রদেশে ইমরান খানের লং মার্চে হামলা ৷ প্রাক্তন পাক প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে প্রকাশ্যে চলল গুলি ৷ ইমরান খানের পায়ে গুলি লেগেছে বলেই বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্টে প্রকাশ ৷ জিও টিভি সূত্রে খবর, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর কন্টেনার এদিন গুজরানওয়ালার আল্লাহওয়ালা চকে পৌঁছলে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী ৷

পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ ইমরান ছাড়াও গুলিবিদ্ধ হয়েছেন পিটিআই নেতা ফয়জল জাভেদ-সহ আরও কয়েকজন ৷ তবে গুলিবিদ্ধ হলেও নিরাপদই রয়েছেন ইমরান (Imran Khan shot in the leg but safe after firing at rally) ৷ এমনকী আততায়ী গ্রেফতার হয়েছেন বলেই জিও টিভি সূত্রে খবর ৷ পিটিআই নেতা ইমরান ইসমাইল জানিয়েছেন, প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর পায়ে 3-4টি গুলি লেগেছে ৷

আরও পড়ুন:ইমরান সবচেয়ে বড় মিথ্যাবাদী, দাবি পাক প্রধানমন্ত্রী শরিফের

ইমরান-ঘনিষ্ঠ রাউফ হাসানও জানিয়েছেন, বিপদ কাটিয়ে আপাতত স্থিতিশীল ইমরান ৷ সংবাদসংস্থা এএফপি-কে তিনি বলেছেন, "এটা ইমরানকে হত্যার পরিকল্পিত চক্রান্ত ৷" ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে এই সংক্রান্ত অসংখ্য ভিডিয়ো ফুটেজ ৷ যা দেখে স্পষ্ট ডান-পায়ে গুলি লেগেছে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর ৷ কন্টেনার থেকে বের করে তাঁকে অন্য গাড়িতে তোলার ভিডিয়োও প্রকাশ্যে এসেছে ৷

গুলিবিদ্ধ ইমরান খান

ঘটনার তীব্র নিন্দা করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ লিখেছেন, "ইমরানের খানের উপর গুলি চালনার ঘটনার তীব্র নিন্দা করছি আমি ৷ আমি এই ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করেছি ৷ আমি পিটিআই চেয়ারম্যান এবং জখম হওয়া বাকিদেরও দ্রুত আরোগ্য কামনা করছি ৷"

Last Updated : Nov 3, 2022, 8:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details