টোকিয়ো, 1 জানুয়ারি: 7.6 মাত্রার তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর-মধ্য জাপানের বিস্তীর্ণ অঞ্চল ৷ আর তার পরেই সুনামি সতর্কতা জারি করা হয়েছে, পশ্চিম উপকূলীয় অঞ্চলে ৷ সেই সঙ্গে উপকূল এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন ৷ জাপানের পাবলিক ব্রডকাস্টার এনএইচকে টিভিকে উল্লেখ করে সংবাদসংস্থা অ্যাসোসিয়েট প্রেস জানিয়েছে, সুনামিতে জলস্তর প্রায় 5 মিটার অর্থাৎ, 16.5 ফুট পর্যন্ত উঁচুতে উঠতে পারে ৷ ইতিমধ্যে, কয়েকটি অঞ্চলে ছোট সুনামির ঢেউ আছড়ে পড়েছে বলে খবর ৷
জাপানের আবহাওয়া বিভাগ ইশিকাওয়া, নিগাটা এবং তোয়ামা প্রিফেকচারের পশ্চিম উপকূলীয় অঞ্চলে ভয়াবহ সুনামির সতর্কতা জারি করেছে ৷ এ দিন জাপানের স্থানীয় সময় বিকেল 4টে নাগাদ ভূমিকম্প অনুভূত হয় ৷ তার জেরেই এই সুনামি সতর্কতা জারি করা হয়েছে ৷ ইতিমধ্যে, উপকূলবর্তী অঞ্চলের বাসিন্দাদের উঁচু স্থানে এবং বহুতলগুলিতে আশ্রয় নিতে বলা হয়েছে ৷ ইতিমধ্যে প্রশাসনের তরফে সমুদ্র উপকূল এলাকা খালি করে দেওয়া হচ্ছে ৷
জাপান সরকারের মুখপাত্র ইয়োশিমাসা হায়াশি বলেন, "ওই এলাকার পারমাণবিক কেন্দ্রগুলি থেকে কোনওরকম অনিয়মের অভিযোগ আসেনি ৷ তবে, উপকূলীয় অঞ্চলের মানুষের জন্য আসন্ন সুনামির কারণে সৈকত থেকে দূরে থাকা প্রয়োজন ৷" তিনি জানিয়েছে, "প্রতিটি মুহূর্ত আমাদের জন্য দামী ৷ তাই মানুষের কাছে আমার অনুরোধ সরকারি নির্দেশ পালন করুন এবং উপকূল অঞ্চল খালি করে দিন ৷