পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

New Zealand Earthquake: ঘূর্ণিঝড়ের পর ভূমিকম্প, বিপর্যয় আরও বাড়ল নিউ জিল্যান্ডে - বিপর্যয় আরও বাড়ল নিউ জিল্যান্ডে

মঙ্গলবার ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয় নিউ জিল্যান্ড (New Zealand Earthquake) ৷ পরিস্থিতি সামলাতে জারি হয় জরুরি অবস্থা ৷ তার মধ্য়েই বুধবার সন্ধ্য়ায় ভূমিকম্প অনুভূত হল ওই দ্বীপ রাষ্ট্রে ৷

New Zealand Earthquake
New Zealand Earthquake

By

Published : Feb 15, 2023, 5:12 PM IST

প্যারাপারাউমু (নিউ জিল্যান্ড), 15 ফেব্রুয়ারি: ফের ভূমিকম্প ৷ এবার ঘটনাস্থল নিউ জিল্যান্ড (Earthquake in New Zealand) ৷ নিউ জিল্যান্ডের প্যারাপারাউমুতে বুধবার স্থানীয় সময় অনুযায়ী, সন্ধ্যা 7টা 38 মিনিট নাগাদ ওই ভূমিকম্প হয় ৷ রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 6.1 ৷ প্যারাপারাউমু-এর উত্তর পশ্চিম দিকে 50 কিলোমিটার দূরে 57.4 কিলোমিটার গভীরে এপিসেন্টার ছিল ৷

ভূমিকম্পটি প্যারাপারাউমু, লেভিন, ওয়েলিংটন, ওয়াংগানুই, ওয়েভারলি, পামারস্টন নর্থ, মার্টিনবরো, হান্টারভিল, হাভেরা, ব্লেনহেইম, সেডন, নেলসন, ড্যানেভিরকে, পোঙ্গারোয়া, পোরিরুয়া, ফ্রেঞ্চ পাস, আপার হাট, লোয়ার হাট, স্ট্রাটফোর্ড, ওপেনাউকে অনুভূত হয়েছে । এছাড়া পিকটন, একেতাহুনা, মাস্টেরটন, তাইহাপে, ক্যাসল পয়েন্ট, মটুকা, ওহাকুনে ও আশপাশের এলাকাতেও অনুভূত হয় কম্পন ৷

মঙ্গলবার ওই দ্বীপরাষ্ট্রে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েল ৷ তার জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় (Island Nation Wreaked in Cyclone Gabrielle) ৷ ঘূর্ণিঝড়ে তিনজন নিহত হওয়ার পর ওই দেশে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে । নিউ জিল্যান্ডের ইতিহাসে এই নিয়ে তৃতীয়বার জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে ৷ ফলে পরিস্থিতি যে ভয়াবহ, তা সহজেই অনুমেয় ৷ তার পর আবার ভূমিকম্প ৷ ফলে বিপর্যয়ের মাত্রা সেখানে আরও বৃদ্ধি পেল ৷

নিউ জিল্যান্ডের প্রশাসনের তরফে জানানো হয়েছে যে ঘূর্ণিঝড়ের সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে ৷ কিন্তু বিপদ এখনও কাটেনি ৷ সেই কারণেই পরিস্থিতি সামলাতে জরুরি অবস্থা জারি করতে হয় ৷ ওই দেশের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রী কিয়েরান ম্যাকঅ্যানাল্টি জানান, উদ্ধার কাজের সময় দমকলের কর্মীদের একটি দল নিখোঁজ হয়ে যায় ৷ যেখান থেকে নিখোঁজ হয়েছিল, সেখান থেকে একজনের মৃতদেহ পাওয়া গিয়েছে ৷ এছাড়া হক উপসাগর থেকেও দু’টি দেহ উদ্ধার হয়েছে ৷

উদ্ধার কাজে সেনা নামানো হয়েছে ৷ এছাড়া বেসরকারি তরফেও উদ্ধারকাজ শুরু হয়েছে ৷ হক উপসাগরের পার্শ্ববর্তী এলাকায় ঘূর্ণিঝড়ের জেরে ছাদের উপর জল উঠে যায় ৷ সেই ঘটনাতেই দু’জনের মৃত্যু হয় ৷ এদিকে সরকারি পরিসংখ্যান থেকে জানা গিয়েছে, ঘূর্ণিঝড়ের জেরে 9 হাজার মানুষ গৃহহীন হয়েছেন ৷ কিন্তু ভূমিকম্পের জেরে আরও অনেকের গৃহহীন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে ৷ সব মিলিয়ে চরম বিপদে নিউ জিল্যান্ড ৷

আরও পড়ুন:তখন 7.7 তীব্রতায় কাঁপছে তুরস্কের হাসপাতাল, জীবনের ঝুঁকি নিয়ে সদ্য়োজাতদের রক্ষা নার্সদের

ABOUT THE AUTHOR

...view details