প্যারাপারাউমু (নিউ জিল্যান্ড), 15 ফেব্রুয়ারি: ফের ভূমিকম্প ৷ এবার ঘটনাস্থল নিউ জিল্যান্ড (Earthquake in New Zealand) ৷ নিউ জিল্যান্ডের প্যারাপারাউমুতে বুধবার স্থানীয় সময় অনুযায়ী, সন্ধ্যা 7টা 38 মিনিট নাগাদ ওই ভূমিকম্প হয় ৷ রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 6.1 ৷ প্যারাপারাউমু-এর উত্তর পশ্চিম দিকে 50 কিলোমিটার দূরে 57.4 কিলোমিটার গভীরে এপিসেন্টার ছিল ৷
ভূমিকম্পটি প্যারাপারাউমু, লেভিন, ওয়েলিংটন, ওয়াংগানুই, ওয়েভারলি, পামারস্টন নর্থ, মার্টিনবরো, হান্টারভিল, হাভেরা, ব্লেনহেইম, সেডন, নেলসন, ড্যানেভিরকে, পোঙ্গারোয়া, পোরিরুয়া, ফ্রেঞ্চ পাস, আপার হাট, লোয়ার হাট, স্ট্রাটফোর্ড, ওপেনাউকে অনুভূত হয়েছে । এছাড়া পিকটন, একেতাহুনা, মাস্টেরটন, তাইহাপে, ক্যাসল পয়েন্ট, মটুকা, ওহাকুনে ও আশপাশের এলাকাতেও অনুভূত হয় কম্পন ৷
মঙ্গলবার ওই দ্বীপরাষ্ট্রে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েল ৷ তার জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় (Island Nation Wreaked in Cyclone Gabrielle) ৷ ঘূর্ণিঝড়ে তিনজন নিহত হওয়ার পর ওই দেশে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে । নিউ জিল্যান্ডের ইতিহাসে এই নিয়ে তৃতীয়বার জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে ৷ ফলে পরিস্থিতি যে ভয়াবহ, তা সহজেই অনুমেয় ৷ তার পর আবার ভূমিকম্প ৷ ফলে বিপর্যয়ের মাত্রা সেখানে আরও বৃদ্ধি পেল ৷