পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Khalistan Supporters Attacked Indians: অস্ট্রেলিয়ায় ভারতীয়দের উপর হামলা খালিস্তানিদের, আহত 5 - আহত 5

অস্ট্রেলিয়ার ভারতীয়দের উপর আক্রমণের একটি মর্মান্তিক ঘটনা প্রকাশ্যে এসেছে ৷ ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, খালিস্তানিপন্থী গোষ্ঠীর লোকেরা জাতীয় পতাকা হাতে ভারতীয়দের উপর হামলা চালাচ্ছে (Khalistan Supporters Attack Indians) ৷ ঘটনায় পাঁচজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ৷

Khalistan Supporters Attack Indians
ভারতীয়দের উপর হামলা খালিস্তানিদের

By

Published : Jan 30, 2023, 10:52 AM IST

মেলবোর্ন (অস্ট্রেলিয়া), 30 জানুয়ারি:অস্ট্রেলিয়ায় ভারতীয়দের উপর হামলা খালিস্তানি সমর্থকদের ৷ খালিস্তানি পতাকা হাতে সমর্থকরা ভারতীয়দের উপর হামলা চালাল ৷ ভারতীয়দের হাতেও ছিল তেরঙা পতাকা । আর এই ঘটনার ভিডিয়ো ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে ৷ এই ঘটনায় কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে ৷ সূত্রের খবর, হামলার পরে আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে । মেলবোর্নের ফেডারেশন স্কোয়ারে খালিস্তানি গুণ্ডাদের ভারতীয়দের উপহাস করার আরেকটি ভিডিয়ো সামনে এসেছে ৷ অস্ট্রেলিয়ার খালিস্তানিপন্থীদের 'ভারত-বিরোধী কার্যকলাপের' নিন্দায় সরব বিভিন্ন মহল ।

টুইটে এক বিজেপি নেতা লিখেছেন, "আমি অস্ট্রেলিয়ায় খালিস্তানিপন্থীদের কর্তৃক করা ভারত-বিরোধী কার্যকলাপের তীব্র নিন্দা জানাই । অসামাজিক এই কার্যকলাপগুলির মাধ্যমে যারা দেশের শান্তি ও সম্প্রীতিকে বিঘ্নিত করার চেষ্টা করছে, তাদের অবশ্যই কঠোরভাবে মোকাবেলা করতে হবে এবং দোষীদের অবশ্যই আইনের মোতাবেক শাস্তি দিতে হবে ।" ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে এক খালিস্তানি সমর্থক ভারতের জাতীয় পতাকার অবমাননা করছে । তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবিও তুলেছে বিভিন্ন মহল ।

হিন্দু হিউম্যান রাইটস অস্ট্রেলিয়ার ডিরেক্টর সারা এল গেটস টুইটারে লেখেন, খালিস্তানিরা "এখন তেরঙা নিয়ে একাকী ভারতীয় যুবকের উপর ফেডারেশন স্কোয়ার হামলা চালিয়েছে (Khalistan supporters attack Indians carrying national flag) ৷ আমি আশা করছি অস্ট্রেলিয়ার পুলিশ এই ঘটনা থেকে চোখ ফেরাতে পারবে না ।"

জানা গিয়েছে, অস্ট্রেলিয়ার ভারতীয়রা পুলিশকে জানিয়েছিল যে তারা দেশে ক্রমবর্ধমান খালিস্তান-পন্থী কার্যকলাপের বিরুদ্ধে মেলবোর্ন ফেডারেশন স্কোয়ারে একটি বিক্ষোভের পরিকল্পনা করেছে । হামলার নিন্দা করে পুলিশ জানিয়েছে, সহিংস হামলার পর এখন পর্যন্ত দু'জনকে গ্রেফতার করা হয়েছে ।

আরও পড়ুন:জেরুজালেমে সন্ত্রাসবাদী হানা, প্রাণ গেল কমপক্ষে 8 জনের

ABOUT THE AUTHOR

...view details