মেলবোর্ন (অস্ট্রেলিয়া), 30 জানুয়ারি:অস্ট্রেলিয়ায় ভারতীয়দের উপর হামলা খালিস্তানি সমর্থকদের ৷ খালিস্তানি পতাকা হাতে সমর্থকরা ভারতীয়দের উপর হামলা চালাল ৷ ভারতীয়দের হাতেও ছিল তেরঙা পতাকা । আর এই ঘটনার ভিডিয়ো ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে ৷ এই ঘটনায় কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে ৷ সূত্রের খবর, হামলার পরে আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে । মেলবোর্নের ফেডারেশন স্কোয়ারে খালিস্তানি গুণ্ডাদের ভারতীয়দের উপহাস করার আরেকটি ভিডিয়ো সামনে এসেছে ৷ অস্ট্রেলিয়ার খালিস্তানিপন্থীদের 'ভারত-বিরোধী কার্যকলাপের' নিন্দায় সরব বিভিন্ন মহল ।
টুইটে এক বিজেপি নেতা লিখেছেন, "আমি অস্ট্রেলিয়ায় খালিস্তানিপন্থীদের কর্তৃক করা ভারত-বিরোধী কার্যকলাপের তীব্র নিন্দা জানাই । অসামাজিক এই কার্যকলাপগুলির মাধ্যমে যারা দেশের শান্তি ও সম্প্রীতিকে বিঘ্নিত করার চেষ্টা করছে, তাদের অবশ্যই কঠোরভাবে মোকাবেলা করতে হবে এবং দোষীদের অবশ্যই আইনের মোতাবেক শাস্তি দিতে হবে ।" ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে এক খালিস্তানি সমর্থক ভারতের জাতীয় পতাকার অবমাননা করছে । তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবিও তুলেছে বিভিন্ন মহল ।