কিভ, 4 এপ্রিল : কিভ থেকে 410 জন ইউক্রেনিয়ানের দেহ সরানো হয়েছে বলে জানিয়েছেন সে দেশের প্রসিকিউটর জেনারেল ইরেনা ভেনেডিক্টোভা (410 Bodies of Civilian Found Near in Kyiv) ৷ সোশ্যাল মিডিয়ায় তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, গত শুক্রবার থেকে রবিবার পর্যন্ত রাশিয়ান সেনার থেকে 410 জন ইউক্রেনিয়ানের দেহ উদ্ধার করা হয়েছে ৷ যাঁদের মধ্যে 140 জনের দেহ পরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি ৷
ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী ইরেনা ভেরেশচুক জানিয়েছেন, কিভের মতোজেনের একটি গ্রামের মেয়রকে খুন করেছে রুশ সেনা ৷ তাঁকে অপহরণ করা হয়েছিল বলে জানান তিনি ৷ ইউক্রেনজুড়ে বহু কমিউনিটি প্রধান এবং 11 জন মেয়রকে রুশ সেনা অপহরণ করেছে বলে অভিযোগ করেছেন উপ-প্রধানমন্ত্রী ৷ রবিবারই ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি অভিযোগ করেছিলেন, রুশ সেনার দখলে থাকা শহরগুলিতে সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা করা হচ্ছে ৷