ডাকার, 8 জানুয়ারি: মধ্য সেনেগালে ভয়ানক পথ দুর্ঘটনার মৃত্যু হল অন্তত 40 জনের ৷ আহত কমপক্ষ 12 ৷ একটি সূত্রের দাবি, ঘটনায় আহত হয়েছেন প্রায় 100 জন (40 people killed and many more injured in bus crash in Senegal) ৷ কোনও সরকারি সূত্র মারফৎ আহতের সংখ্যা স্পষ্ট করা হয়নি। রাষ্ট্রপতি ম্যাকি সল (Macky Sall) টুইটারে এক শোকবার্তায় রবিবার মর্মান্তিক দুর্ঘটনা সম্পর্কে দেশবাসীকে জ্ঞাত করেছেন ৷ দেশের ক্যাফরিন প্রদেশের অন্তর্গত জিনিভি গ্রামে ভয়ানক দুর্ঘটনাটি ঘটেছে রবিবার ভোররাতে ৷
শোকবার্তায় সেনেগালের রাষ্ট্রপতি লেখেন, "জিনিভিতে পথ দুর্ঘটনায় 40 জনের মৃত্যু এবং বহু লোকের আহত হওয়ার ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত ৷ মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপনের পাশাপাশি আমি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি ৷" একইসঙ্গে দেশে তিনদিনের রাষ্ট্রীয় শোক পালিত হবে বলেও ঘোষণা করেছেন সল ৷ এখানেই শেষ নয়, পথ নিরাপত্তা আইন ঢেলে সাজানোর জন্য তড়িঘড়ি মন্ত্রিসভার একটি বৈঠকও ডেকেছেন তিনি ৷