ওশকোশ (মার্কিন যুক্তরাষ্ট্র), 30 জুলাই: আমেরিকায় পরপর দুটি বিমান দুর্ঘটনা ৷ শমিনার ওশকোশে দুটি পৃথক বিমান দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে ।
হেলিকপ্টার ও বিমানের সংঘর্ষ: একটি ঘটনায়, শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রের উইসকনসিনের একটি বিমানবন্দরে মাঝ-আকাশে হেলিকপ্টার ও বিমানের সংঘর্ষে দুই জন প্রাণ হারান এবং দুই জন আহত হন । স্থানীয় সময় দুপুরে ওশকোশের উইটম্যান আঞ্চলিক বিমানবন্দরে একটি রোটারওয়ে 162 এফ হেলিকপ্টার ও একটি ইএলএ ইক্লিপস 10 জাইরোকপ্টারেরের সংঘর্ষ হলে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ৷
দু'জনের মৃত্যু: বিমান সংস্থার একটি বিবৃতিতে বলা হয়েছে, বিমানটিতে বেশ কয়েকজন ব্যক্তি ছিলেন যাঁরা ওশকোশে এক্সপেরিমেন্টাল এয়ারক্রাফ্ট অ্যাসোসিয়েশনের (ইএএ) বার্ষিক ফ্লাই-ইন কনভেনশনে যোগ দিয়েছিলেন ৷ তবে ওই বিমান এয়ার শোয়ের সঙ্গে জড়িত ছিল না ৷ । উইনেবাগো কাউন্টি শেরিফের অফিস জানিয়েছে, ওই ঘটনায় দুই জন নিহত এবং দুই জন আহত হয়েছেন । আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তাঁদের অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে ।