পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Aircraft Accidents in US: উইসকনসিনে দুটি পৃথক বিমান দুর্ঘটনায় মৃত 4, জখম 2 - বিমান দুর্ঘটনা

4 dead in separate aircraft accidents in US: মার্কিন যুক্তরাষ্ট্রের উইসকনসিনের একটি বিমানবন্দরে, একটি রোটারওয়ে 162এফ হেলিকপ্টার ও একটি ইএলএ ইক্লিপস 10 জাইরোকপ্টারের সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হন এবং দুজন আহত হয়েছেন ৷ আর একটি বিমান ওশকোশের কাছে উইনেবাগো হ্রদে ভেঙে পড়ে ৷ সেই দুর্ঘটনায় দুইজন নিহত হন ।

Aircraft Accidents in US
Aircraft Accidents in US

By

Published : Jul 30, 2023, 9:51 AM IST

ওশকোশ (মার্কিন যুক্তরাষ্ট্র), 30 জুলাই: আমেরিকায় পরপর দুটি বিমান দুর্ঘটনা ৷ শমিনার ওশকোশে দুটি পৃথক বিমান দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে ।

হেলিকপ্টার ও বিমানের সংঘর্ষ: একটি ঘটনায়, শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রের উইসকনসিনের একটি বিমানবন্দরে মাঝ-আকাশে হেলিকপ্টার ও বিমানের সংঘর্ষে দুই জন প্রাণ হারান এবং দুই জন আহত হন । স্থানীয় সময় দুপুরে ওশকোশের উইটম্যান আঞ্চলিক বিমানবন্দরে একটি রোটারওয়ে 162 এফ হেলিকপ্টার ও একটি ইএলএ ইক্লিপস 10 জাইরোকপ্টারেরের সংঘর্ষ হলে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ৷

দু'জনের মৃত্যু: বিমান সংস্থার একটি বিবৃতিতে বলা হয়েছে, বিমানটিতে বেশ কয়েকজন ব্যক্তি ছিলেন যাঁরা ওশকোশে এক্সপেরিমেন্টাল এয়ারক্রাফ্ট অ্যাসোসিয়েশনের (ইএএ) বার্ষিক ফ্লাই-ইন কনভেনশনে যোগ দিয়েছিলেন ৷ তবে ওই বিমান এয়ার শোয়ের সঙ্গে জড়িত ছিল না ৷ । উইনেবাগো কাউন্টি শেরিফের অফিস জানিয়েছে, ওই ঘটনায় দুই জন নিহত এবং দুই জন আহত হয়েছেন । আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তাঁদের অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে ।

আরও পড়ুন:নেপালের লামজুরায় ভেঙে পড়ল হেলিকপ্টার, মৃত চালক-সহ মেক্সিকোর 5 নাগরিক

দুর্ঘটনার তদন্ত শুরু: এয়ারক্রাফ্ট অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা বলেছেন যে, অতিরিক্ত তথ্য নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে আরও তথ্য প্রকাশ করা হবে । ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) এই দুর্ঘটনার তদন্ত শুরু করেছে ।

হ্রদে ভেঙে পড়ে বিমান: দ্বিতীয় ঘটনায়, স্থানীয় শেরিফের কার্যালয় অনুসারে, শনিবার ভোরে একটি বিমান ওশকোশের কাছে উইনেবাগো হ্রদে ভেঙে পড়ে ৷ এই দুর্ঘটনায় দুই জনের মৃত্য়ু হয়েছে ৷ একক ইঞ্জিন বিশিষ্ট্য উত্তর আমেরিকার টি-6 বিমান দুর্ঘটনার তদন্ত শুরু করেছে এনটিএসবি ৷ সংবাদসংস্থা এপি এই খবর নিশ্চিত করেছে ৷

মাঝ-আকাশে বিমানের সংঘর্ষের ফলে স্থানীয় মানুষের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে ৷ সূত্রের তরফে জানা গিয়েছে, ইএএ ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা রোধ করার জন্য পদক্ষেপ করার প্রচেষ্টা শুরু করেছে ৷

ABOUT THE AUTHOR

...view details