স্টকহোম, 3 অক্টোবর:পদার্থ বিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী ৷ বিভক্ত সেকেন্ডের ক্ষুদ্রতম সময়ে পরমাণুতে ইলেকট্রন দেখার জন্য পিয়েরে অ্যাগোস্টিনি, ফেরেঙ্ক ক্রাউস এবং অ্যান ল'হুইলিয়ারকে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্সেস-এর সেক্রেটারি-জেনারেল হ্যান্স এলেগ্রেন মঙ্গলবার স্টকহোমে এই পুরস্কার ঘোষণা করেন। পদার্থের ইলেকট্রন গতিবিদ্যা অধ্যয়নের জন্য আলোর অ্যাটোসেকেন্ড স্পন্দন তৈরি করার পরীক্ষামূলক পদ্ধতির জন্য তাঁরা নোবেল পুরস্কার পেয়েছেন। তাঁদের এই গবেষণার ফলে আলোর সবচেয়ে ছোট সময় ধারণ করা সম্ভব হয়ে উঠেছে, এমনটাই দ্য নোবেল প্রাইজের তরফ থেকে টুইট করে জানানো হয়েছে ৷
পিয়েরে অ্যাগোস্টিনি 1968 সালে ফ্রান্সের অ্যাক্স-মারসেইল বিশ্ববিদ্যালয় থেকে তার পিএইচডি লাভ করেন। বর্তমানে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের কলম্বাসের ওহিও স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক।
ফেরেঙ্ক ক্রাউজ অস্ট্রিয়ার ভিয়েনা ইউনিভার্সিটি অফ টেকনোলজি থেকে 1991 সালে পিএইচডি লাভ করেন। বর্তমানে জার্মানির ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট অফ কোয়ান্টাম অপটিক্সের পরিচালক তিনি। এছাড়াও গার্চিং এবং লুডভিগ-ম্যাক্সিমিলিয়ানস-ইউনিভার্সিটির অধ্যাপক।