পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Nobel in Physics: পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন তিন বিজ্ঞানী - Nobel Prize in physics

নোবেলজয়ী বিজ্ঞানীরা হলেন, যুক্তরাষ্ট্রের পিয়েরে অ্যাগোস্টিনি, জার্মানির ফেরেঙ্ক ক্রাউস ও সুইডেনের অ্যান ল'হুইলিয়ার। আজ মঙ্গলবার নোবেল কমিটির তরফ থেকে তাঁদের নাম ঘোষণা করা হয় ৷

সৌঃ টুইটার
3 Scientists Win Nobel Prize

By ETV Bharat Bangla Team

Published : Oct 3, 2023, 4:09 PM IST

Updated : Oct 3, 2023, 5:36 PM IST

স্টকহোম, 3 অক্টোবর:পদার্থ বিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী ৷ বিভক্ত সেকেন্ডের ক্ষুদ্রতম সময়ে পরমাণুতে ইলেকট্রন দেখার জন্য পিয়েরে অ্যাগোস্টিনি, ফেরেঙ্ক ক্রাউস এবং অ্যান ল'হুইলিয়ারকে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্সেস-এর সেক্রেটারি-জেনারেল হ্যান্স এলেগ্রেন মঙ্গলবার স্টকহোমে এই পুরস্কার ঘোষণা করেন। পদার্থের ইলেকট্রন গতিবিদ্যা অধ্যয়নের জন্য আলোর অ্যাটোসেকেন্ড স্পন্দন তৈরি করার পরীক্ষামূলক পদ্ধতির জন্য তাঁরা নোবেল পুরস্কার পেয়েছেন। তাঁদের এই গবেষণার ফলে আলোর সবচেয়ে ছোট সময় ধারণ করা সম্ভব হয়ে উঠেছে, এমনটাই দ্য নোবেল প্রাইজের তরফ থেকে টুইট করে জানানো হয়েছে ৷

পিয়েরে অ্যাগোস্টিনি 1968 সালে ফ্রান্সের অ্যাক্স-মারসেইল বিশ্ববিদ্যালয় থেকে তার পিএইচডি লাভ করেন। বর্তমানে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের কলম্বাসের ওহিও স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক।

ফেরেঙ্ক ক্রাউজ অস্ট্রিয়ার ভিয়েনা ইউনিভার্সিটি অফ টেকনোলজি থেকে 1991 সালে পিএইচডি লাভ করেন। বর্তমানে জার্মানির ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট অফ কোয়ান্টাম অপটিক্সের পরিচালক তিনি। এছাড়াও গার্চিং এবং লুডভিগ-ম্যাক্সিমিলিয়ানস-ইউনিভার্সিটির অধ্যাপক।

অ্যান ল'হুইলিয়ার ফ্রান্সের পিয়ের এবং মারি কুরি ইউনিভার্সিটি থেকে 1986 সালে পিএইচডি অর্জন করেন। বর্তমানে তিনি সুইডেনের লুন্ড ইউনিভার্সিটির অধ্যাপক। পদার্থে নোবেলজয়ীরা পাবেন 1 কোটি 10 লাখ সুইডিশ ক্রোনার বা 10 লাখ মার্কিন ডলার। তিনজনই সমান ভাগে ভাগ করে নেবেন এই অর্থ। রয়্যাল সুইডিশ অ্যাকাডেমির তরফে জানানো হয়েছে, আগামী 10 ডিসেম্বর স্টকহোমে একটি অনুষ্ঠানে তাঁদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

গতকাল সোমবার থেকে শুরু হয়েছে এ বছরের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা। প্রথম দিন ঘোষণা করা হয়েছে চিকিৎসাশাস্ত্রের নোবেল। চিকিৎসাবিজ্ঞানে এ বছর নোবেল পুরস্কার পেয়েছেন করোনাভাইরাসের টিকার দুই গবেষক। এই দুই গবেষক হলেন- হাঙ্গেরিয়ার জন্মগ্রহণকারী কাটালিন কারিকো এবং যুক্তরাষ্ট্রের ড্রিউ ওয়েইজম্যান।

আরও পড়ুন:কোভিড টিকা তৈরিতে বিশেষ অবদান, চিকিৎসায় নোবেল জয় 2 বিজ্ঞানীর

Last Updated : Oct 3, 2023, 5:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details