নিউদিল্লি, 5 জানুয়ারি: বাংলাদেশে আগামী 7 জানুয়ারি দ্বাদশ সাধারণ নির্বাচন ৷ তার আগে ভারতের নির্বাচন কমিশনের তিন সদস্যের এক প্রতিনিধিদল ঢাকা পৌঁছেছে । তারা আন্তর্জাতিক নির্বাচনে সক্রিয় অংশগ্রহণকারী হিসেবেই ঢাকা পৌঁছেছে বলে বাংলাদেশ দূতাবাসের আধিকারিকরা জানিয়েছেন । সূত্রের খবর, আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক দল হিসেবে ভারতের নির্বাচন কমিশনের সদস্যরা ঢাকায় পৌঁছেছেন ৷
ভারতের নির্বাচন কমিশনের তিন ঊর্ধ্বতন আধিকারিক আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক হিসেবে ঢাকায় পৌঁছেছেন বলে বাংলাদেশ দূতাবাসের ওই আধিকারিক জানিয়েছেন । আগামী 7 জানুয়ারি শান্তিপূর্ণ ভাবে সাধারণ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশন সম্পূর্ণ ব্যবস্থা নিয়েছে বলেও জানিয়েছেন ওই আধিকারিক । উল্লেখ্য, প্রস্তুতি সত্ত্বেও বিরোধী দল বিএনপি নির্বাচন বয়কটের সিদ্ধান্ত নিয়েছে ।
বাংলাদেশের সাধারণ নির্বাচনের জন্য ইউরোপীয় ইউনিয়নের আন্তর্জাতিক নির্বাচন বিশেষজ্ঞ দলও পৌঁছেছে ঢাকায় ৷ যার মধ্যে বিভিন্ন দেশের একাধিক বিদেশি নির্বাচন পর্যবেক্ষক রয়েছেন । সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, বাংলাদেশে নির্বাচন হচ্ছে ৷ এটি তাদের ঘরোয়া বিষয়। নিজেদের ভবিষ্যৎ ঠিক করার দায়িত্ব সেখানকার মানুষদের ।
বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামি লিগ নির্বাচনের আগে শুক্রবার কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠক করেছে বলে বাংলাদেশের স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে । কমনওয়েলথ নির্বাচনের পর্যবেক্ষকদের স্বাগত জানিয়েছে ক্ষমতাসীন দল ৷ 7 জানুয়ারির নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার প্রতিশ্রুতিও দিয়েছে আওয়ামি লিগ ৷ দলের সভানেত্রী শেখ হাসিনা তাঁর দলকে চতুর্থবারের জন্য ক্ষমতায় আনতে বৃহস্পতিবার সাধারণ মানুষের কাছে আহ্বান জানিয়েছেন ।