সিঙ্গাপুর, 8 নভেম্বর: ফোর্বস (Forbes) ম্যাগাজিনে জায়গা করে নিলেন তিনজন ভারতীয় মহিলা ব্যবসায়ী (Business Women) ৷ ফোর্বসের এশিয়া (Forbes Asia) সংস্করণের নভেম্বর সংখ্যায় তাঁদের নাম উল্লেখ করা হয়েছে ৷ মঙ্গলবার একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এই তথ্য দিয়েছে ফোর্বস ৷
করোনা অতিমারী (Covid Pandemic) পরবর্তী তিন বছরে নতুন পরিস্থিতিতে নানা বাধা টপকে মহিলা ব্যবসায়ীরা কীভাবে এগিয়ে গিয়েছেন, সেটাই উল্লেখ করা হয়েছে ফোর্বস এশিয়ার এই সংখ্যায় ৷ উল্লেখ করা হয়েছে এশিয়ার এমন 20 জন মহিলা ব্যবসায়ীর ৷ সেই 20 জনের মধ্যে তিনজন ভারতীয় ৷
ওই তিনজন হলেন - সোমা মণ্ডল, নমিতা থাপার ও গাজাল অলঘ ৷ সোমা মণ্ডল স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার (SAI) চেয়ারপার্সন ৷ নমিতা থাপার এমক্যুরে ফার্মার ভারতের এক্সিকিউটিভ ডিরেক্টর ৷ গাজাল অলঘ হোনাসা কনজিউমারের চিফ ইনোভেশন অফিসার ও কো-ফাউন্ডার ৷