পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Nobel Prize 2023: নারীদের শ্রম নিয়ে কাজের পুরস্কার, ইকোনমিক সায়েন্সে নোবেল ক্লডিয়া গোল্ডিনকে - Stockholm

2023 Nobel Prize in Economic Sciences: নারীদের শ্রম নিয়ে কাজের পুরস্কার পাচ্ছেন ক্লডিয়া গোল্ডিন ৷ তাঁকে এবার ইকোনমিক সায়েন্সে নোবেল দেওয়া হবে ৷ সোমবার জানিয়েছে রয়্যাল সুইডিশ অ্য়াকাডেমি অফ সায়েন্সেস ৷

Nobel Prize 2023
Nobel Prize 2023

By ETV Bharat Bangla Team

Published : Oct 9, 2023, 3:40 PM IST

Updated : Oct 9, 2023, 4:01 PM IST

স্টকহোম, 9 অক্টোবর: ইকোনমিক সায়েন্সে এবার নোবেল পেতে চলেছেন ক্লডিয়া গোল্ডিন ৷ সোমবার তাঁর নাম ঘোষণা করেছে রয়্যাল সুইডিশ অ্য়াকাডেমি অফ সায়েন্সেস ৷ নারীদের শ্রম কীভাবে বাজারে প্রভাব ফেলেছে, সেই বিষয়টি বুঝতে সাহায্য করা নিয়ে কাজ করেছেন ক্লডিয়া গোল্ডিন ৷ সেই কারণেই তাঁকে এই সম্মান দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে ৷

ক্লডিয়া গোল্ডিন একজন মার্কিন ইতিহাসবিদ ও শ্রম অর্থনীতিবিদ ৷ 1946 সালের 14 মে তাঁর জন্ম হয় নিউ ইয়র্কে ৷ হাভার্ড বিশ্ববিদ্যালয়ের এই প্রাক্তনী তাঁর শ্রম অর্থনীতি নিয়ে কাজ করে এর আগে একাধিক পুরস্কার পেয়েছেন ৷ এর মধ্যে অন্যতম দু’টি হল আইজেডএ প্রাইজ ফর লেবার ইকোনমিক্স (2016 সাল) এবং এরউইন প্লেইন নেম্মারস প্রাইজ ইন ইকনমিক সায়েন্স (2023 সাল) ৷ এই বছর তাঁকে নোবেল দেওয়া হল৷ যে পুরস্কার পোশাকি নাম - সেভেরিগস রিক্সব্য়াংক পুরস্কার ৷

কীভাবে নোবেল পুরস্কার দেওয়া হয়: তাঁর শেষ উইলে আলফ্রেড নোবেল বিশেষভাবে বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে মনোনীত করার ইচ্ছা প্রকাশ করেন তাঁর নামাঙ্কিত পুরস্কারগুলি দেওয়ার জন্য ৷ পদার্থবিদ্যা এবং রসায়নে নোবেল পুরস্কারের জন্য রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্সেস, ফিজিওলজি বা মেডিসিনে নোবেল পুরস্কারের জন্য ক্যারোলিনস্কা ইনস্টিটিউট, সাহিত্যে নোবেল পুরস্কারের জন্য সুইডিশ অ্যাকাডেমি এবং নোবেল শান্তি পুরস্কারের জন্য নরওয়ের পার্লামেন্ট (স্টরটিং) দ্বারা নির্বাচিত পাঁচজনের একটি কমিটি দায়িত্ব দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন ৷

ইকোনমিক সায়েন্সে পুরস্কার: 1968 সালে সেভেরিগস রিকসব্যাংক আলফ্রেড নোবেলের স্মরণে ইকোনমিক সায়েন্সে সেভেরিগস রিকসব্য়াংক পুরস্কার দেওয়া শুরু করে । রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্সেসকে 1969 সাল থেকে এই বিষয়ে বিজয়ীকে বাছাই করার দায়িত্ব দেওয়া হয় । 2023 সালে এই পুরস্কারের অর্থমূল্য সুইডেনের মুদ্রায় 11 মিলিয়ন ৷

ইকোনমিক সায়েন্সে পুরস্কারের ইতিহাস:এখনও পর্যন্ত 1969 সাল থেকে 2022 সাল পর্যন্ত 69 জনকে ইকোনমিক সায়েন্সে নোবেল দেওয়া হয়েছে ৷ 25টি পুরস্কার একজনকেই দেওয়া হয়েছিল ৷ এর আগে দু’জন মহিলা এই পুরস্কার পেয়েছেন ৷ প্রথমজন ইলিনর ওস্ট্রোম ৷ তিনি 2009 সালে এই পুরস্কার পান ৷ দ্বিতীয় জন এস্থার ডুফলো ৷ তিনি 2019 সালে এই পুরস্কার পেয়েছিলেন ৷ ডুফলো সবচেয়ে কমবয়সী হিসেবে 46 বছর বয়সে এই পুরস্কার পান ৷ এই বিভাগে সবচেয়ে বেশি বয়সী পুরস্কার প্রাপকের নাম লিওনিড হারউইজ ৷ তিনি 90 বছর বয়সে ইকোনমিক সায়েন্সে নোবেল পেয়েছিলেন ৷

আরও পড়ুন:মহিলাদের উপর নিপীড়নের বিরুদ্ধে লড়াই, নোবেল শান্তি পুরস্কার পেলেন কারাবন্দি নার্গিস

Last Updated : Oct 9, 2023, 4:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details