পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

2 BSF Jawans Die in Congo Protest: উত্তাল কঙ্গোয় বিক্ষোভে নিহত 2 বিএসএফ জওয়ান, শোকবার্তা বিদেশমন্ত্রীর - UN peacekeeping duty in Congo

দুই জওয়ান ভারত থেকে কঙ্গোয় গিয়েছিলেন রাষ্ট্রসংঘের হয়ে শান্তি ফেরাতে ৷ মঙ্গলবার রাষ্ট্রসংঘের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয় গোমা শহরের বাসিন্দারা ৷ তাতেই প্রাণ খোয়ালেন দুই বিএসএফ জওয়ান (2 BSF Jawans Die in Congo Protest) ৷

DR Congo demonstration
উত্তপ্ত কঙ্গো

By

Published : Jul 27, 2022, 8:24 AM IST

Updated : Jul 27, 2022, 12:40 PM IST

নয়াদিল্লি, 27 জুলাই:রাষ্ট্রসংঘের হয়ে শান্তিরক্ষা মিশনে গিয়ে প্রাণ হারালেন দু'জন বিএসএফ জওয়ান ৷ মঙ্গলবার কঙ্গোয় বিক্ষোভ চলাকালীন তাঁরা মারা যান, জানিয়েছেন বাহিনীর এক মুখপাত্র ৷ কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (External Affairs Minister S Jaishankar) দু'জনের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন ৷ তিনি হত্যাকারীদের বিচারের দাবি জানিয়েছেন ৷ মৃত জওয়ানদের পরিবারকে সমবেদনার বার্তা দিয়েছেন মন্ত্রী (2 BSF personnel on UN peacekeeping duty in Congo killed) ৷

দু'জন সেনা ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোয় রাষ্ট্রসংঘের এমওএনইউএসসিও (United Nations Organization Stabilization Mission, MONUSCO) মিশনে গিয়েছিলেন ৷ দু'জনেই হেড কনস্টেবল পদে কর্মরত ছিলেন এবং রাজস্থানের বাসিন্দা, জানিয়েছেন এক উচ্চাধিকারিক ৷

আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, রাষ্ট্রসংঘের এই মিশনে দ্বিতীয় দিনে কঙ্গোর পূর্ব দিকের শহর গোমায় কমপক্ষে 5 জন মারা গিয়েছেন এবং 50 জন জখম হয়েছেন ৷ বিএসএফ-এর এক মুখপাত্র বলেন, "26 জুলাই, রাষ্ট্রসংঘের এমওএনইউএসসিও-র অন্তর্ভুক্ত ওই দুই বিএসএফ জওয়ান কঙ্গোর বুটেমবোয় ছিলেন ৷ সেখানে সশস্ত্র প্রতিবাদে তাঁরা মারাত্মক জখম হন এবং মারা যান ৷"

আরও পড়ুন: অবৈধ প্রবেশ রুখতে কোচবিহারের তিনবিঘা সীমান্তে বিএসএফ-বিজিবি'র বৈঠক

দু'টি প্লেটুন অর্থাৎ 70-74 টি বিএসএফ ট্রুপ এ বছরের মে মাস থেকে ওই এলাকায় রয়েছে ৷ স্থানীয়রা রাষ্ট্রসংঘের এই শান্তি মিশনের বিরুদ্ধে প্রতিবাদে নামে ৷ সমগ্র কঙ্গো জুড়েই উত্তাল পরিস্থিতি ৷ গোমায় বিক্ষুব্ধরা রাষ্ট্রসংঘের সম্পত্তিতে আগুন ধরিয়ে দেয় এবং লুঠপাট চালায় ৷

বেনি (Beni) এবং বুটেম্বো (Butembo), দু'টি এলাকাতেই বিএসএফ জওয়ানরা সতর্ক রয়েছেন ৷ সোমবার শান্তিপূর্ণ থাকলেও মঙ্গলবার উত্তপ্ত হয়ে ওঠে এলাকাগুলি ৷ বিএসএফ প্ল্যাটুনরা মরক্কো ব়্যাপিড ডিপলয়মেন্ট ব্যাটেলিয়নে থাকছে ৷ আর সেই জায়গাটি ঘিরে রেখেছে বিক্ষোভকারীরা ৷

কঙ্গোর পুলিশ এবং সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি ৷ প্রায় 500 জনেরও বেশি মানুষ ভিড় করেছিলেন ওই এলাকায় ৷ বিএসএফ এবং অন্য নিরাপত্তাবাহিনী টিয়ার গ্যাস ছুড়তে বাধ্য হয় ৷ এতে মানুষজন পালিয়ে গেলেও পরে ফিরে এসে বিক্ষোভ দেখাতে থাকে ৷

Last Updated : Jul 27, 2022, 12:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details