নয়াদিল্লি, 27 জুলাই:রাষ্ট্রসংঘের হয়ে শান্তিরক্ষা মিশনে গিয়ে প্রাণ হারালেন দু'জন বিএসএফ জওয়ান ৷ মঙ্গলবার কঙ্গোয় বিক্ষোভ চলাকালীন তাঁরা মারা যান, জানিয়েছেন বাহিনীর এক মুখপাত্র ৷ কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (External Affairs Minister S Jaishankar) দু'জনের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন ৷ তিনি হত্যাকারীদের বিচারের দাবি জানিয়েছেন ৷ মৃত জওয়ানদের পরিবারকে সমবেদনার বার্তা দিয়েছেন মন্ত্রী (2 BSF personnel on UN peacekeeping duty in Congo killed) ৷
দু'জন সেনা ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোয় রাষ্ট্রসংঘের এমওএনইউএসসিও (United Nations Organization Stabilization Mission, MONUSCO) মিশনে গিয়েছিলেন ৷ দু'জনেই হেড কনস্টেবল পদে কর্মরত ছিলেন এবং রাজস্থানের বাসিন্দা, জানিয়েছেন এক উচ্চাধিকারিক ৷
আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, রাষ্ট্রসংঘের এই মিশনে দ্বিতীয় দিনে কঙ্গোর পূর্ব দিকের শহর গোমায় কমপক্ষে 5 জন মারা গিয়েছেন এবং 50 জন জখম হয়েছেন ৷ বিএসএফ-এর এক মুখপাত্র বলেন, "26 জুলাই, রাষ্ট্রসংঘের এমওএনইউএসসিও-র অন্তর্ভুক্ত ওই দুই বিএসএফ জওয়ান কঙ্গোর বুটেমবোয় ছিলেন ৷ সেখানে সশস্ত্র প্রতিবাদে তাঁরা মারাত্মক জখম হন এবং মারা যান ৷"