পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Texas School Mass Killing : কিছু বোঝবার আগেই টেক্সাসের স্কুলে গুলিবর্ষণ, মারা গেল 18 জন পড়ুয়া - আমেরিকার স্কুলে গুলি

নৃশংস হত্যালীলা চলল টেক্সাসের একটি স্কুলে ৷ 18 বছরের এক যুবকের এলোপাথাড়ি গুলিতে প্রাণ হারাল 18 জন বাচ্চা, 3 জন প্রাপ্তবয়স্ক ৷ প্রেসিডেন্ট জো বাইডেন এই ঘটনায় দুঃখ প্রকাশ করে জানিয়েছেন, দুনিয়ায় এমন মর্মান্তিক ঘটনা কমই হয় (Texas School Mass Killing) ৷

Texas Shooting
টেক্সাসের এই স্কুলেই গুলিতে মারা গিয়েছে পড়ুয়ারা

By

Published : May 25, 2022, 8:22 AM IST

টেক্সাস, 25 মে : কমপক্ষে 18 জন নাবালক এবং 3 জন প্রাপ্তবয়স্ক প্রাণ হারিয়েছেন এক বন্দুকবাজের গুলিতে ৷ এই বন্দুকবাজের বয়স মাত্র 18 ৷ মঙ্গলবার স্থানীয় সময় সকাল 11.30 মিনিট নাগাদ টেক্সাসের উভালডে শহরে রব এলিমেন্টারি স্কুলে গুলির শব্দ শোনা যায় ৷ সান আন্তোনিও থেকে এক দূরত্ব 134 কিলোমিটার ৷ তবে বন্দুকবাজও পুলিশের গুলিতে মারা গিয়েছে (18 children and 3 adult killed in Texas School Shooting) ৷

টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট (Texas Governor Greg Abbott) জানান, খুনির নাম সালভাদোর রামোস (Salvador Ramos) ৷ সে স্কুলের এলাকাতেই থাকত ৷ এই গুলি চালানোর পিছনে কী উদ্দেশ্যে, তা এখনও স্পষ্ট নয় ৷ তিনি বলেন, "কিছু বুঝে ওঠার আগেই সে ভয়ঙ্কর ভাবে গুলি চালাতে থাকে ৷ 14 জন পড়ুয়া এবং একজন শিক্ষক মারা গিয়েছেন ৷" পরে অবশ্য মৃতের সংখ্যা বেড়েছে ৷ দু'জন পুলিশ আধিকারিকেরও গুলি লেগেছে ৷ আশা করা যায়, তাঁরা সেরে উঠবেন, জানালেন গভর্নর ৷

আরও পড়ুন : Karachi Kharadar Blast : করাচির ব্যস্ত বাজারে বিস্ফোরণ, মৃত এক মহিলা

সরকারি সূত্রে জানা গিয়েছে, রামোসের কাছে একটি হ্যান্ডগান এবং এআর-15 সেমিঅটোমেটিক রাইফেল ছিল ৷ এছাড়া সে শক্তিশালী ম্যাগাজিনও রেখেছিল ৷ স্কুলের ওয়েবসাইট থেকে জানা গিয়েছে, মৃত পড়ুয়াদের বয়স 5 থেকে 11 বছরের মধ্যে ৷ তারা দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ শ্রেণিতে পড়ত ৷

টোকিয়োয় কোয়াড সামিটে থাকাকালীনই প্রেসিডেন্ট জো বাইডেনকে দুর্ঘটনার কথা জানানো হয় ৷ দেশে ফিরে তিনি দেশবাসীর উদ্দেশ্যে বলেন, "বন্দুক ব্যবহারের সাধারণ জ্ঞান যাঁদের নেই, তাঁদেরকে আমাদের বোঝাতে হবে ৷ অভিভাবকদের জন্য আমরা প্রার্থনা করছি ৷ বিশ্বে এধরনের গণহত্যা খুব কম ঘটে ৷ আমরা কেন এই হত্যাকাণ্ড নিয়ে বেঁচে আছি ? আমরা কেন এটা হতে দিচ্ছি ? এই যন্ত্রণার বিরুদ্ধে পদক্ষেপ করার সময় এখন ৷"

ABOUT THE AUTHOR

...view details