টেক্সাস, 25 মে : কমপক্ষে 18 জন নাবালক এবং 3 জন প্রাপ্তবয়স্ক প্রাণ হারিয়েছেন এক বন্দুকবাজের গুলিতে ৷ এই বন্দুকবাজের বয়স মাত্র 18 ৷ মঙ্গলবার স্থানীয় সময় সকাল 11.30 মিনিট নাগাদ টেক্সাসের উভালডে শহরে রব এলিমেন্টারি স্কুলে গুলির শব্দ শোনা যায় ৷ সান আন্তোনিও থেকে এক দূরত্ব 134 কিলোমিটার ৷ তবে বন্দুকবাজও পুলিশের গুলিতে মারা গিয়েছে (18 children and 3 adult killed in Texas School Shooting) ৷
টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট (Texas Governor Greg Abbott) জানান, খুনির নাম সালভাদোর রামোস (Salvador Ramos) ৷ সে স্কুলের এলাকাতেই থাকত ৷ এই গুলি চালানোর পিছনে কী উদ্দেশ্যে, তা এখনও স্পষ্ট নয় ৷ তিনি বলেন, "কিছু বুঝে ওঠার আগেই সে ভয়ঙ্কর ভাবে গুলি চালাতে থাকে ৷ 14 জন পড়ুয়া এবং একজন শিক্ষক মারা গিয়েছেন ৷" পরে অবশ্য মৃতের সংখ্যা বেড়েছে ৷ দু'জন পুলিশ আধিকারিকেরও গুলি লেগেছে ৷ আশা করা যায়, তাঁরা সেরে উঠবেন, জানালেন গভর্নর ৷