কলকাতা ও লন্ডন, 29 অক্টোবর: ভগিনী নিবেদিতার (Sister Nivedita) 155তম জন্মজয়ন্তী (155th Birth Anniversary) পালিত হল তাঁর পরিবারিক সমাধিক্ষেত্রে ৷ ব্রিটেনের ডিভনশায়ারের গ্রেট টোরিংটনে (Great Torrington) রয়েছে এই সমাধিক্ষেত্র ৷ সেখানেই উনবিংশ শতাব্দীর এই মহান সমাজসেবী তথা স্বামী বিবেকানন্দের শিষ্যাকে সম্মান জানানো হয় ৷ এই সমাধিক্ষেত্রে ভগিনী নিবেদিতার একটি মূর্তি রয়েছে ৷ সেই মূর্তিতে মাল্যদান করেন বিশিষ্টরা ৷ সূত্রের দাবি, এর আগে কোনওদিন এভাবে এখানে নিবেদিতার জন্মজয়ন্তী পালন করা হয়নি ৷
ব্রিটেনে সিস্টার নিবেদিতা সেলিব্রেশন কমিটির পক্ষ থেকে সারদা সরকার ভারতীয় সংবাদমাধ্যমকে জানান, 28 অক্টোবর ভগিনী নিবেদিতার জন্মজয়ন্তী পালন করা হয় ৷ এই দিনটি তাঁদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন সারদা ৷ মূলত এই কমিটি নিবেদিতার জন্মজয়ন্তীর আয়োজন করলেও এবছর তাদের হয়ে সেই দায়িত্ব পালন করে স্থানীয় প্রশাসন ৷ এই প্রসঙ্গে সারদা বলেন, "লন্ডন থেকে ডিভনশায়ারের দূরত্ব যথেষ্ট বেশি ৷ তার জন্যই এবারের অনুষ্ঠানে ভক্তরা যোগদান করতে পারেননি ৷ সেই কারণেই আমাদের হয়ে স্থানীয় জেলা পরিষদ এই অনুষ্ঠানের আয়োজন করে ৷"