পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Johannesburg Firing: জোহানেসবার্গে বন্দুকবাজের হামলা, মৃত কমপক্ষে 14 - দক্ষিণ আফ্রিকায় বন্দুকবাজের হামলা

জোহানেসবার্গের এক পানশালায় একদল বন্দুকবাজের হামলায় মৃত্যু হল 14 জনের (Johannesburg Firing) ৷ গুরুতর আহত 3 ৷

South Africa bar shootout
জোহানেসবার্গে বন্দুকবাজের হামলা

By

Published : Jul 10, 2022, 4:14 PM IST

জোহানেসবার্গ, 10 জুলাই: দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের সোয়েটোর এক পানশালায় বন্দুকবাজের হামলায় মৃত্যু হল কমপক্ষে 14 জনের (14 shot dead in a bar in South Africa) ৷ গুরুতর আহত হয়েছেন আরও 3 জন ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে শহরে ৷

জোহানেসবার্গ পুলিশ জানিয়েছে, শনিবার রাতে একটি গাড়িতে চেপে ওই পানশালায় আসে একদল ব্যক্তি ৷ তারপরেই এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে তারা ৷ গুলির আওয়াজে হুড়োহুড়ি পড়ে যায় পানশালায় ৷ কারা, কেন এই কাণ্ড ঘটালো তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ ঘটনাস্থল থেকে প্রচুর কার্তুজ উদ্ধার হয়েছে বলেও জানিয়েছে পুলিশ ৷

আরও পড়ুন: পলাতক গোতাবায়ার বাসভবন থেকে উদ্ধার রাশি রাশি নগদ !

প্রত্যক্ষদর্শীদের বয়ানের ভিত্তিতে পুলিশ মনে করছে, ওই পানশালায় যেভাবে গুলি চলেছে তাতে কোনও অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়ে থাকতে পারে ৷ উল্লেখ্য, 2 সপ্তাহ আগে দক্ষিণ আফ্রিকার ইস্ট লন্ডন শহরে একটি পানশালা থেকে 21 জনের দেহ উদ্ধার হয়েছিল ৷ তদন্তকারীদের দাবি, গুলিতেই মৃত্যু হয় তাঁদের ৷

ABOUT THE AUTHOR

...view details