কিউদাদ জুয়ারেজ (মেক্সিকো), 2 জানুয়ারি: মেক্সিকোর কিউদাদ জুয়ারেজে সংশোধনাগারে বন্দুকবাজদের হামলা ৷ এই ঘটনায় 10 জন কারারক্ষী এবং 4 বন্দির মৃত্যু হয়েছে (14 Killed in Gunmen Attack on Mexican Border Prison) ৷ স্থানীয় প্রশাসনের তরফে দেওয়া তথ্য অনুযায়ী সংশোধনাগারের 10 জন কর্মীর মধ্যে একজন কাস্টডি অফিসারও রয়েছেন ৷ মেক্সিকোর স্থানীয় সময় রবিবার সকাল 7টায় এই হামলার ঘটনাটি ঘটেছে ৷ জানা গিয়েছে, সেই সময় সংশোধনাগারে বন্দিদের সঙ্গে পরিবারের সদস্যরা দেখা করতে গিয়েছিলেন ৷ সেই সময় অতর্কিতে হামলা চলে বলে জানা গিয়েছে ৷
প্রশাসনের তরফে দেওয়া তথ্য অনুযায়ী, একটি গাড়িতে করে বন্দুকবাজরা জেলের দরজার সামনে এসে নামে ৷ সেখানে নিরাপত্তা দায়িত্বে থাকা পুলিশ আধিকারিককে গুলি করে খতম করে হামলাকারীরা (Gunmen Attack in Mexico Prison) ৷ জানা গিয়েছে, এই অতর্কিত হামলার ঘটনায় সংশোধনাগারের ভিতরে হইচই পড়ে যায় ৷ এমনকী সেই হুড়োহুড়ির সুযোগে 24 জন বন্দি জেল থেকে পালিয়েছে বলে প্রাথমিক তদন্তের পর জানিয়েছে জেল কর্তৃপক্ষ ৷ হামলাকারীরা সীমান্ত পাহারায় ব্যবহারের গাড়িতে করে সংশোধনাগারের (Mexican Border Prison) ভিতরে প্রবেশ করে ৷ সঙ্গে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ছিল হামলরাকারীদের কাছে ৷