কাবুল, 24 অগস্ট :আফগানিস্তানে তালিবানের পুনরুত্থানের জেরে এবার দেশ ছাড়তে হল জাতীয় মহিলা ফুটবল দলের সদস্যদেরও ৷ মঙ্গলবার 75 জনের একটি দলকে বিমানে কাবুল থেকে ‘এয়ার লিফ্ট’ করা হয় ৷ সেই দলেই ছিলেন মহিলা আফগান ফুটবলাররা ৷ এই পদক্ষেপের জন্য অস্ট্রেলিয়া সরকারকে কৃতজ্ঞতা জানিয়েছে ফুটবলারদের আন্তর্জাতিক সংগঠন ফিফপ্রো (FIFPRO) ৷ অস্ট্রেলিয়া সরকারই মহিলা আফগান ফুটবলার এবং তাঁদের পরিবারের সদস্যদের বিমানে উড়িয়ে আনার ব্যবস্থা করে ৷ আফগানিস্তানের বাইরে বের করে আনা হয় জাতীয় মহিলা ফুটবল দলের আধিকারিকদেরও ৷ সূত্রের খবর, আগামী দিনে এই ধরনের কর্মসূচি অব্যাহত রাখবে অস্ট্রেলিয়া ৷
আরও পড়ুন :Return Home : আতঙ্কে ছিলাম, কাতারে এসে মনে হল বেঁচে আছি ; বলছেন নদিয়ার তাপস
ফিফপ্রো-র তরফ থেকে একটি বিবৃতি জারি করে এদিন বলা হয়, ‘‘এই তরুণীরা শুধুমাত্র খেলোয়াড় হিসাবে নন, আন্দোলনকারী হিসাবেও অত্যন্ত বিপদে ছিলেন ৷ যেভাবে আন্তর্জাতিক মহল তাঁদের সহযোগিতা করার জন্য এগিয়ে এসেছে, তাতে আমরা কৃতজ্ঞ ৷ আমরা ওই খেলোয়াড়দের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ৷’’
প্রসঙ্গত, 2007 সালে আফগানিস্তানে মেয়েদের জন্য জাতীয় ফুটবল দল গঠন করা হয় ৷ এই পদক্ষেপ ছিল তালিবানের বিরুদ্ধে কঠোর রাজনৈতিক বার্তা ৷ তালিবানের দুনিয়ায় মেয়েরা শুধুই ভোগের পণ্য ৷ তাঁদের কোনও অধিকার বা ক্ষমতা নেই ৷ মেয়েরা মাঠে নেমে ফুটবল খেলবে, এটা তারা ভাবতেও পারে না ৷ তালিবানের এই রক্ষণশীলতার গোড়ায় সজোরে ধাক্কা মারতেই আফগান মহিলা ফুটবল দল গড়ে তোলা হয় ৷