নয়া দিল্লি, 22 জুলাই : না, সংবাদমাধ্যমের কাছে কোনও জবাবদিহি করবে না পেগাসাস স্পাইওয়ার-এর (Pegasus spyware) নির্মাতা সংস্থা এনএসও গ্রুপ (NSO group) ৷ রবিবার দ্য ওয়ার-সহ (The Wire) 17টি সংবাদ সংস্থায় প্রকাশিত একটি তদন্ত রিপোর্টে জানানো হয়, এই ইজরায়েলি (Israel) সংস্থার তৈরি স্পাইওয়্যার ব্যবহার করে ভারতের সরকারি আধিকারিক, রাজনৈতিক নেতা, সাংবাদিক, সামাজিক কর্মী-সহ 300 জন গুরুত্বপূর্ণ নাগরিকের ফোনে আড়িপাতা (Snooping) তো বটেই, এমনকি ফোন হ্যাক (Hacking) করার চেষ্টা চালানো হয়েছে ৷ প্যারিসের অলাভজনক সংবাদ সংস্থা (Non-profit journalism group) ফরবিডেন স্টোরিস (Forbidden Stories) এই তদন্ত রিপোর্ট দিয়েছে ৷ যদিও রিপোর্ট প্রকাশের পরেই অভিযোগ অস্বীকার করে এনএসও গ্রুপ দাবি করেছিল, তারা শুধুমাত্র অনুমোদিত কিছু দেশের সরকারকে (vetted government) এই স্পাইওয়্যার বিক্রি করে ৷ দেশের জঙ্গি হামলা আর অপরাধমূলক কাজকর্মে কড়া নজরদারি রুখতে ব্যবহার করা হয় পেগাসাস (Pegasus) ৷
এ নিয়ে কার্যত তোলপাড় ভারত-সহ গোটা দুনিয়া ৷ কাঠগড়ায় ইজরায়েলের এনএসও গ্রুপ ৷ কিন্তু এবার দুর্নাম ঘোচাতে মুখ খুলেছে তারা ৷
এনএসও-র প্রতিবাদ-
এবার ‘যথেষ্ট হয়েছে’ (enough is enough) ৷ বুধবার তাদের এক মুখপাত্র জানান, এনএসও ঘোষণা করছে যে, এই বিষয়ে তারা সংবাদমাধ্যমের আর কোনও প্রশ্নে সাড়া দেবে না ৷ আর কোনও বিদ্বেষ এবং অপবাদমূলক প্রচারে সহযোগিতা করবে না ৷ উইকেন্ড থেকে সংবাদমাধ্যমের সংগঠন দুর্ভাগ্যজনক কিছু তথ্য দিয়ে যাচ্ছে ৷ এটা সুপরিকল্পিত ৷ ফরবিডেন স্টোরিস খুব সুন্দর করে সাজিয়ে একটা বিশেষ কৌতূহলী দলের কাছে পৌঁছে দিচ্ছে এবং প্রচার করে যাচ্ছে ৷ মুখপাত্র বলেন, "এই তালিকা পেগাসাসের নিশানা করা ব্যক্তিদের বা সম্ভাব্য ব্যক্তিদের তালিকা নয় ৷ তালিকায় থাকা নম্বরগুলির সঙ্গে এনএসও গ্রুপের কোনও সম্পর্ক নেই ৷ এই দাবি বিভ্রান্তিকর ও মিথ্যে ৷" তাদের প্রযুক্তির অপব্যবহার করা হলে, তা খুব ভাল করে খতিয়ে দেখে প্রয়োজনে সেই সিস্টেম বন্ধ করে দিতে পারে বলে জানিয়েছেন মুখপাত্র ৷
ইজরায়েলের এই সংস্থা কী কাজ করে, তা স্পষ্ট করেছে এনএসও-
মুখপাত্রটি বলেন, ‘‘এনএসও একটা প্রযুক্তি তৈরির কোম্পানি ৷ আমরা সিস্টেম পরিচালনা করি না, আর ক্রেতার তথ্য পাওয়ার কোনও সুযোগ নেই আমাদের কাছে ৷ যদি না তারা তদন্তের স্বার্থে কোনও তথ্য আমাদের জানায় ৷ আমাদের উদ্দেশ্য মানুষের জীবন বাঁচানো ৷ বিশ্বের নানা দেশের সরকারকে নাশকতা, বিভিন্ন অপরাধমূলক কাজ রুখতে সাহায্য করা ৷’’
সম্প্রতি পেগাসাসের সম্ভাব্য তালিকায় দেশের তাবড় নেতা যেমন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান (Pakistani Prime Minister Imran Khan), ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁ (French President Emmanuel Macron), দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা-র (South African President Cyril Ramaphosa) নামও সামনে এসেছে ৷