তেহরান, 27 সেপ্টেম্বর : অ্যামেরিকার বিরুদ্ধে এবার ক্ষোভ উগড়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট হাসান রোউহানি । তেহরানের বিরুদ্ধে যেসব অপরাধমূলক ও বিদ্রোহমূলক কার্যকলাপ চলছে, তার সবকিছুর মূলে রয়েছে হোয়াইট হাউজ় । এমনই দাবি করছেন হাসান রোউহানি ।
কোরোনার বিরুদ্ধে লড়াই সংক্রান্ত বিষয়ের মুখ্য কার্যালয়ে গতকাল এক বৈঠকে উপস্থিত ছিলেন ইরানের প্রেসিডেন্ট । স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশ, ওই বৈঠক চলাকালীন অ্যামেরিকার বিরুদ্ধে এমন অভিযোগ তোলেন তিনি । বলেন, “অ্যামেরিকা আমাদের দেশে বেআইনিভাবে ও অমানবিকভাবে খাবার ও ওষুধ সরবরাহ বন্ধ করে দিয়েছে ।” অ্যামেরিকার এই ধরনের ব্যবহারকে কার্যত বর্বরোচিত বলে মনে করছেন তিনি । তাঁর কথায়, “হোয়াইট হাউজ়ে এই ধরনের বর্বরোচিত কাজ আমরা আগে কখনও দেখিনি । তাঁরা (অ্যামেরিকা) নির্মমতার চূড়ান্ত পরিচয় দিচ্ছে ।”
পাশাপাশি কোরোনা মোকাবিলার জন্য চলতি বছরের এপ্রিল মাসে IMF -এর থেকে পাঁচ বিলিয়ন অ্যামেরিকান ডলারের ঋণও আটকে দিয়েছে হোয়াইট হাউজ় । এই ঘটনারও তীব্র নিন্দা করেন তিনি । কোরোনার দাপটে ইরানে এখনও পর্যন্ত 4 লাখ 43 হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন । প্রাণ হারিয়েছেন 25 হাজারেও বেশি মানুষ ।