পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Afghanistan Unrest : আফগানিস্তানে 1 কোটি শিশুর কাছে শীঘ্রই পৌঁছতে হবে সাহায্য, জানাল ইউনিসেফ - UNICEF reports that 1 crore Afghan children are in desparate need

আফগানিস্তানের ইউনিসেফের (UNICEF) এক মুখপাত্র জানাচ্ছেন, এক কোটিরও বেশি শিশু এই মুহূর্তে আফগানিস্তানে আটকে পড়েছে ৷ শীঘ্রই তাদের কাছে সাহায্য পৌঁছনোর ব্যবস্থা না করা হলে পরিস্থিতি বিগড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল ৷

আফগানিস্তানে 1 কোটি শিশুর কাছে শীঘ্রই পৌঁছতে হবে সাহায্য, জানাল ইউনিসেফ
আফগানিস্তানে 1 কোটি শিশুর কাছে শীঘ্রই পৌঁছতে হবে সাহায্য, জানাল ইউনিসেফ

By

Published : Aug 25, 2021, 11:03 PM IST

কাবুল, 25 অগস্ট : প্রায় 1 কোটি শিশুর কাছে শীঘ্রই পৌঁছতে হবে সাহায্য ৷ বুধবার আফগানিস্তানের ইউনিসেফের (UNICEF) মুখপাত্র জানালেন একথা ৷ গত দশদিনের বিশৃঙ্খলা তো আছেই, তার উপর কোভিড পরিস্থিতি এবং এদেশে শীতের শুরুতে পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে বলে আশঙ্কা করছে ইউনিসেফ ৷ আন্তর্জাতিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (Associated Press) একটি রিপোর্ট থেকে জানা যাচ্ছে একথা ৷

আফগানিস্তানে ইউনিসেফের যোগাযোগ প্রধান (Chief of Communication) স্যাম মর্ট স্কাই নিউজ়কে (Sky News) দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, "এই মুহূর্তে আফগানিস্তান একটি সঙ্কটময় দেশ ৷ এখানে এই পরিস্থিতির জন্য যাদের উপর কোনও দায়-ই চাপানো যায় না, এখন তাদের-ই সর্বোচ্চ মূল্য দিতে হচ্ছে । এখানে শিশুরা ইতিমধ্যেই যে নৃশংসতা দেখে ফেলেছে, মনে হয় গোটা পৃথিবীর খুব কম শিশুই তা দেখেছে ৷" স্যাম আরও জানান, আফগানিস্তানে শিশুরা ইতিমধ্যেই মানবিক সহায়তার উপর নির্ভর করেই টিকে রয়েছে ৷ ইউনিসেফের আশঙ্কা, চলতি বছর প্রায় এক কোটি শিশু এদেশে প্রাণঘাতী অপুষ্টিতে ভুগবে ৷

আফগানিস্তানকে সব সময়ই আন্তর্জাতিক সাহায্যের উপরই নির্ভরশীল থাকতে হয়েছে ৷ দেশ তালিবান দখলে যাওয়ার পরও ইউনিসেফ অভ্যন্তরীণভাবে ঘরছাড়া কিছু জনগোষ্ঠীকে জল এবং অন্যান্য অতি প্রয়োজনীয় জিনিস দিয়ে সাহায্য করতে সক্ষম হয়েছে ৷ তবে তাদের আশঙ্কা, আগামী মাসে দেশে খাদ্যের উৎপাদন বন্ধ হয়ে যেতে পারে ৷ তখন প্রবল সমস্যায় পড়বেন এখানে আটকে পড়া শিশু-সহ মানুষজন ৷

সংস্থার তরফে জানানো হচ্ছে, বর্তমানে 20 লক্ষেরও বেশি মেয়ে-সহ 40 লক্ষের বেশি শিশু স্কুলছুট রয়েছে ৷

আরও পড়ুন : Joe Biden : 31 অগস্টই সেনা প্রত্যাহারের শেষ দিন, ঘোষণা বাইডেনের

ABOUT THE AUTHOR

...view details