দিল্লি, 4 অগাস্ট : 2020 সালের 31 জুলাই আফগানিস্তানে তালিবানদের দ্বারা অপহৃত দু'জন ভারতীয় নাগরিক আজ দেশে ফিরে এলেন।
বিদেশমন্ত্রক একটি বিবৃতির মাধ্যমে জানিয়েছে, “আমরা ভারতীয়দের মুক্তি নিশ্চিত করতে সহায়তা করার জন্য আফগানিস্তান সরকারকে ধন্যবাদ জানাই ।"
এই ঘটনার সূত্রপাত 2018 সালে। মহারাষ্ট্রভিত্তিক কেইসি ইন্টারন্যাশনাল লিমিটেড সংস্থা থেকে 7 জন ভারতীয় ইঞ্জিনিয়র আফগানিস্তানের একটি সংস্থায় বিদ্যুতের অবকাঠামো উন্নয়নে কাজ করতে গিয়েছিলেন ।তালিবানেরা এই সাত ভারতীয় ইঞ্জিনিয়রদের অপহরণ করে বগলুন প্রদেশে নিয়ে গিয়েছিল ।
অপহৃত এই সাতজন ব্যক্তির মধ্যে একজন 2019 সালের মার্চে দেশে ফিরে এসেছিলেন। 2019 সালের অক্টোবরে জঙ্গি সংগঠনের 11 জন বন্দীর বিনিময়ে 3 জনকে ফিরিয়ে আনা হয়েছিল। আজ আবার দেশে ফিরলেন দুজন ইঞ্জিনিয়র।
যদিও, তালিবানরা কখনওই আনুষ্ঠানিকভাবে ইঞ্জিনিয়রদের অপহরণের দায় স্বীকার করেনি। তবে, তাদের মুক্তির পরই এটি নিশ্চিত হয়েছিল যে তাদের অপহরণের পিছনে তালিবানদের হাত রয়েছে।