পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

তুরস্কে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হল 17, চলছে উদ্ধারকাজ - Turkey earthquake toll rises to 17, search, rescue operations underway

গতকাল সকাল 11 টা 50 নাগাদ পশ্চিম তুরস্কের ইজ়মির প্রদেশে সেফেরিহিসার জেলা থেকে 17.26 কিলোমিটার দূরে আজিয়ান সাগরের 16.54 কিলোমিটার গভীরে ভূমিকম্পটি হয় ৷

TURKEY EARTHQUAKE
তুরস্কে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হল 17 , চলছে উদ্ধারকার্য

By

Published : Oct 31, 2020, 10:20 AM IST

তুরস্ক, 31 অক্টোবর : তুরস্কে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হল 17 ৷ আহত প্রায় 709 ৷ জানালেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়ইপ এরডোজ্ঞান ৷ গতকাল তীব্র ভূমিকম্পে কেঁপে উঠেছিল তুরস্কের বিস্তীর্ণ এলাকা ৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল 7 ৷ ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ৷ ভেঙে পড়েছে একাধিক বাড়ি ৷ গতকাল প্রথমে খবর পাওয়া যায়, মৃতের সংখ্যা ছিল 6, আহত ছিল 202 জন মতো ৷ তুরস্কে বহু বহুতল ভেঙে পড়েছে ৷ এখনও পর্যন্ত বহুতলের ধসের নিচে অনেকের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে ৷ তুরস্ক সরকারের তরফে জানানো হয়েছে, বাড়তে পারে মৃতের সংখ্যাও ৷

গতকাল সকাল 11 টা 50 নাগাদ পশ্চিম তুরস্কের ইজ়মির প্রদেশে সেফেরিহিসার জেলা থেকে 17.26 কিলোমিটার দূরে আজিয়ান সাগরের 16.54 কিলোমিটার গভীরে ভূমিকম্পটি হয় ৷ ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার থেকে জানানো হয়, ভূমিকম্পের তীব্রতা ছিল 6.6 । এরপর থেকে এখনও পর্যন্ত মোট 23 বার কেঁপে উঠেছে তুরস্ক , যার তীব্রতা ছিল 4 - এর বেশি ৷ ছিল প্রায় 196 টি আফটার শক কম্পন ৷ ইজ়মির প্রদেশে বিপর্যয় মোকাবিলা বাহিনী পাঠানো হয়েছে ।

অন্যদিকে, গ্রিসের স্যামোস দ্বীপেও গতকাল ভয়াবহ ভূমিকম্প হয়েছে ৷ স্যামোস দ্বীপ থেকে 13 কিলোমিটার দূরে ভূমিকম্পের উপকেন্দ্র ছিল ৷ অ্যামেরিকার জিওলজিক্যাল সার্ভে বলছে , ভূমিকম্পের তীব্রতা ছিল 7 ৷ এরপর ভূমিকম্পে কী পদক্ষেপ নেওয়া উচিত কিংবা পরবর্তী কর্মসূচি নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়ইপ এরডোগানের সঙ্গে ফোনে কথা বলেন গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিস ৷ তুরস্ক প্রেসিডেন্টের একটি লিখিত বিবৃতিতে জানানো হয়েছে, দুই দেশের প্রধান একে অপরকে দ্রুত পরিস্থিতির উন্নতির জন্য শুভকামনা জানিয়েছেন ৷

তুরস্কের সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, আজিয়ান ও মারমারা এলাকাতেও কম্পন অনুভূত হয়েছে । কম্পন অনুভূত হয়েছে ইস্তানবুলেও । এদিকে গ্রিসের বিস্তীর্ণ এলাকাতেও তীব্র ভূকম্পন অনুভূত হয়েছে । গ্রিসের রাজধানী এথেন্সেও ভূমিকম্প অনুভূত হয়েছে । বুলগেরিয়াতেও ভূমিকম্প অনুভূত হয়েছে । গ্রিসের সামোস দ্বীপে মূল বন্দরে ডকের উপরে উঠে এসেছে জলস্তর । একাধিক রাস্তা জলে ডুবে গেছে । সামোসে সুনামির সতর্কতা জারি করা হয়েছে । বাসিন্দাদের উপকূলীয় এলাকা থেকে দূরে থাকার জন্য বলা হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details