কাবুল, 24 অগস্ট : খাবার, জ্বালানি ঢুকতে দিচ্ছে না তালিবানরা ৷ একটি টুইটে জানালেন স্বঘোষিত আফগানিস্তানের বর্তমান কার্যনির্বাহী প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ (Acting President Amrullah Saleh) ৷ উত্তর বাঘলান প্রদেশের (Northern Baghlan Province) পঞ্জশিরের (Panjshir) প্রবেশপথ আনদারাব উপত্যকা (Andarab Valley) দখলে মরিয়া তালিবান গোষ্ঠী ৷ এখানে তালিবানের বিরুদ্ধে আহমদ মাসুদের (Ahmad Massoud) নেতৃত্বে প্রতিরোধ বাহিনী গড়ে উঠেছে ৷ রয়েছেন "অ্যাক্টিং" প্রেসিডন্টে আমরুল্লাহও ৷
আফগানিস্তানের এই প্রদেশটিকে এখনও পর্যন্ত কব্জা করতে পারেনি তালিবান গোষ্ঠী ৷ প্রয়াত তালিবান-বিরোধী মুজাহিদিন নেতা আহমদ শাহ মাসুদের (Ahmad Shah Massoud) ছেলে আহমদ মাসুদ এখন তালিবানদের ঠেকাতে নিজস্ব বাহিনী তৈরি করেছেন ৷ তবে সেখানকার বর্তমান অবস্থা খুবই খারাপ ৷ সেই সঙ্কটজনক পরিস্থিতি প্রসঙ্গে আমরুল্লাহ একটি টুইট করে লেখেন, "আনদারাব উপত্যকায় তালিবানরা খাবার আর জ্বালানি ঢুকতে বাধা দিচ্ছে ৷ এখানকার মানুষ চরম দুরবস্থায় রয়েছেন ৷ হাজার হাজার মহিলা আর শিশু পাহাড়ে পালিয়ে গিয়েছে ৷ গত দু'দিন ধরে তালিবানরা শিশু আর প্রাপ্তবয়স্কদের অপহরণ করে তাদের প্রতিটি বাড়ির দরজায় তল্লাশি চালানোর কাজে নিযুক্ত করেছে ৷" এর আগে অবশ্য সালেহ তালিবানদের পঞ্জশির প্রবেশে হুঁশিয়ারি দিয়েছিলেন ৷