কাবুল, 18 অগস্ট : আফগানিস্তান এখন তাদের ৷ গতকাল প্রথম সাংবাদিক সম্মেলনে সবাইকে ক্ষমা করার বার্তা দিলেন তালিবান গোষ্ঠীর মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ (Zabihullah Mujahid) ৷ সাংবাদিকদের তিনি যখন তালিবানের মনের কথা বলছেন, তখনও আতঙ্কিত মানুষজন ঘরবন্দি, নয়তো দেশ ছাড়ার শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছেন, বিশেষত মেয়েরা ৷ অন্য দেশগুলি তাদের নাগরিক-কর্মীদের উদ্ধার করতে তড়িঘড়ি বিমান পাঠাচ্ছে আফগানিস্তানে ৷
সেইসময় মুখপাত্র জাবিহউল্লাহ বিশ্বকে জানাচ্ছেন, তাদের সঙ্গে কারও কোনও শত্রুতা নেই ৷ তাদের শীর্ষনেতৃত্বের নির্দেশ অনুযায়ী সবাইকে ক্ষমা করেছে ইসলামিক এমিরেটস ৷ অন্য দেশের রাষ্ট্রদূতগুলির নিরাপত্তা তাদের কাছে গুরুত্বপূর্ণ ৷ তারা সুরক্ষিত থাকবে আফগানিস্তানে ৷
তিনি আশ্বস্ত করেন, দেশে অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি মানুষের জীবনযাপনের মানও উন্নত হবে ৷ নারীর অধিকার অক্ষুণ্ণ রাখতে তারা বদ্ধপরিকর ৷ তবে তা শরিয়াতের শর্ত মেনে ৷ এ প্রসঙ্গে তিনি বলেন, "মহিলাদের যেখানে প্রয়োজন হবে, যেমন স্বাস্থ্য ক্ষেত্রে এবং অন্য ক্ষেত্রগুলিতে কাজ করতে পারেন তাঁরা ৷ তবে শরিয়ত মেনেই কাজ করতে পারবেন ।" যদিও, তথ্য কিন্তু ঠিক উল্টোটা জানাচ্ছে ৷ মহিলাদের উপর অত্যাচারের জন্য তালিবানরা বিশ্বখ্যাত ৷