কাবুল, 24 এপ্রিল: কোরোনা পরিস্থিতির জন্য তালিবানদের কাছে যুদ্ধবিরতির আবেদন জানিয়েছেন আফগান প্রেসিডেন্ট আশরফ ঘানি । কিন্তু তাঁর সেই আবেদন খারিজ করে দিয়েছে তালিবান গোষ্ঠী । বলা হয়েছে তালিবান গোষ্ঠী সংগঠনের হাজার হাজার বন্দীদের প্রতি রাষ্ট্র উদাসীন । তাদের কোরোনা সংক্রমণ রোধে কোনওরকম ব্যবস্থাই নাকি নেওয়া হয়নি । এক্ষত্রে প্রেসিডেন্টের আবেদন গ্রহণ সম্ভব নয় ।
কোরোনার কবলে গোটা বিশ্ব । সংক্রমণ বাড়ছে দ্রুত । কোরোনা থাবা বসিয়েছে আফগানিস্তানেও । সেখানে দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ছে । এরই মধ্যে তালিবানদের সঙ্গে যুদ্ধের কারণে দেশের বিভিন্ন জায়গা অশান্ত । একদিকে যুদ্ধের দামামা ও অন্যদিকে কোরোনার থাবায় বিপর্যস্ত গোটা দেশ । এই পরস্থিতিতে যুদ্ধবিরতি চেয়ে তালিবান গোষ্ঠী সংগঠনের কাছে আবেদন জানান প্রেসিডেন্ট আশরফ ঘানি । কিন্তু সেই আবেদন খারিজ হয়েছে ।
প্রেসিডেন্টের তরফে তালিবানদের কাছে আফগানিস্তানিদের হত্যা বন্ধ করার আবেদন জানানো হয় । এছাড়াও দেশজুড়ে কোরোনা ভাইরাসের কারণে তৈরি হওয়া সংকটকালীন পরিস্থিতে দুস্থ পরিবারগুলোকে সাহায্য করা অব্যাহত রাখা হবে জানিয়েছেন তিনি । গত সপ্তাহে তালিবান হানায় বহু আফগানি সেনার মৃত্যু হয়েছে বলে উল্লেখ করেছেন ঘানি । দেশের এই সংকটকালীন পরিস্থিতিতে এবার এই যুদ্ধের আপাতত অবসান হোক বলে আর্জি তাঁর । ঘানির এই প্রস্তাব নাকচ করা হয়েছে তালিবান গোষ্ঠীর তরফে ।
তালিবান গোষ্ঠী সংগঠনের মুখপাত্র সুহেল শেখ বলেন, "যুদ্ধবিরতি চাওয়া অযৌক্তিক । বিশ্বাসযোগ্যও নয় । কারণ আমাদের হাজারেরও উপর বন্দীদের অবস্থা কোরোনার কারণে এখন সংকটে । শান্তি চুক্তির পথ এবং মার্কিন-তালিবান চুক্তি বাস্তবায়নের পথে এইভাবে বাধা সৃষ্টি করা হচ্ছে ।"
দোহায় 29 ফেব্রুয়ারি মার্কিন-তালিবান চুক্তির ভিত্তিতে তালিবান গোষ্ঠী সংগঠন 5000 বন্দীর মুক্তির দাবি জানিয়েছে আফগান সরকারের কাছে । আফগান সরকার 1500 বন্দীকে মুক্তি দিতে রাজি হয়েছে । অন্যদিকে, জাতীয় সুরক্ষা উপদেষ্টা হামদুল্লাহ মহিব জানিয়েছেন, তালিবানদের তরফে যে 15 জন বন্দীকে ছেড়ে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে, তাদের মধ্যে পাঁচজনই কাবুলের বড় হামলায় জড়িত ছিল ।