কাবুল, 21 অগস্ট : খবরের শিরোনামে এই মুহূর্তে একটাই নাম তালিবান । দুই দশক পর ফের আফগানিস্তান দখল করেছে তারা । ঘরে-বাইরে আরও একবার তাণ্ডব শুরু করে দিয়েছে তালিবানরা । তাদের ভয়ে দেশ ছেড়ে পালাচ্ছে আফগানবাসী । বিমানের ছাদে কিংবা চাকার উপর উঠে বসছে । আর তার পরিণাম তো সবারই জানা । কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় সেই মর্মান্তিক ছবি বুক কাঁপিয়েছে । ঘুম উড়িয়েছে বিশ্বের মানুষের । কিন্তু, এত কিছুর মধ্য়েও ভয় পেয়ে একেবারে গুটিয়ে থাকছেন না আফগানরা । বরং তালিবানদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছে । আর স্বস্তির খবর যে, আফগানিস্তানের তিনটি জেলা এই মুহূর্তে তালিবানমুক্ত । তিন জেলায় প্রতিরোধ বাহিনী সঙ্গে যুদ্ধে পিছু হঠেছে তালিবানরা । এমনটাই জানিয়েছে আফগানিস্তানের একটি সংবাদমাধ্যম ৷
শুক্রবার আফগানিস্তানের একটি সংবাদমাধ্যমের রিপোর্টে প্রকাশিত তথ্য অনুযায়ী, আফগানিস্তানের বাঘলান প্রদেশের উত্তরে পুল-ই-হিসার (Pul-e-Hesar) হাতছাড়া হয়েছে তালিবানদের । স্থানীয়দের দাবি, আরও দু'টি জেলা দেহ সালাহ (Deh Salah) আর বানু (Qasaan) এই মুহূর্তে তালিবানমুক্ত ।
এ নিয়ে টুইট করেছেন প্রাক্তন ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী (Former acting minister of defence) বিসমিল্লা মুহাম্মাদি (Bismillah Muhammadi) ৷ সেখানে তিনি জানিয়েছেন, "তালিবান জঙ্গিদের ঠেকানো আমাদের কর্তব্য ৷ প্রতিরোধবাহিনী বাঘলান প্রদেশের পুল-ই-হিসার, দেহ সালাহ আর বানু জেলা দখল করেছে ৷ এখনও প্রতিরোধ ক্ষমতা সক্রিয় রয়েছে ৷" বর্তমানে, বিসমিল্লা পঞ্জশির প্রদেশে (Panjshir Province) রয়েছেন ৷ একমাত্র এই প্রদেশটি তালিবান এখনও কব্জা করতে পারেনি ৷