নয়াদিল্লি, 26 অগস্ট : আফগানিস্তান (Afghanistan)-র প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে নিযুক্ত করা হল মোল্লা আব্দুল কায়ুম জাকির (Mullah Abdul Qayyum Zakir)-কে ৷ তালিবানি এই নেতা আমেরিকায় দীর্ঘ 6 বছর বন্দি ছিলেন ৷ মার্কিন যুক্তরাষ্ট্রের এই জেলটি নামী অপরাধিদের জন্য সবচেয়ে সুরক্ষিত জেল বলে পরিচিত ৷ সূত্রের খবর, সরকার গঠনের প্রক্রিয়া শুরু করেছে তালিবান ৷ সেখানেই অন্তর্বর্তী প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে মোল্লা আব্দুল কায়ুম জাকিরকে নিয়োগ করা হয়েছে ৷ আল জাজিরার তরফে এই খবর প্রকাশ করা হয়েছে ৷
জানা গিয়েছে, তালিবানি এই জঙ্গি নেতা শীর্ষ কমান্ডারদের মধ্যে একজন ৷ তিনি তালিবানের প্রতিষ্ঠাতা মৃত মোল্লা মহম্মদ ওমরের কাছের লোক ছিলেন বলে জানা গিয়েছে ৷ 2001 সালে তালিবান যখন মার্কিন যুক্তরাষ্ট্রে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংস করেছিল, সেই সময় মার্কিন সেনার হাতে ধরা পড়ে কায়ুম জাকির ৷ সেই সময় তাকে 2007 পর্যন্ত কড়া নিরাপত্তা ব্যবস্থা যুক্ত গুয়ানতানামো বে জেলে বন্দি করে রাখা হয় ৷ এর পর আফগানিস্তান সরকারের হাতে জাকিরকে তুলে দেয় আমেরিকা ৷
আরও পড়ুন : Afghanistan Crisis: কাবুল বিমানবন্দরে আসা নিয়ে নিজেদের দেশের নাগরিকদের সতর্ক করল আমেরিকা