কাবুল, 31 অগস্ট : 20 বছরের মার্কিন সেনা অভিযানের অবসান ৷ গতকাল মধ্যরাতে আমেরিকার শেষ এয়ারক্রাফ্ট আফগানিস্তানের মাটি ছাড়ে ৷ তারপরেই হঠাৎ গুলির শব্দ ৷ না কোনও হামলা নয় ৷ তালিবানদের উল্লাস ৷ আমেরিকা সেনা প্রত্যাহারের পরই শূন্যে গুলি চালিয়ে আফগানিস্তানে নিজেদের শাসন কায়েমের কথা যেন আরও একবার ঘোষণা করল তালিবানরা ৷
আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন (President Joe Biden) একটি টুইটে জানিয়েছেন, "গত 17 দিনে আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় এয়ারলিফ্ট সম্পন্ন করেছে আমাদের সেনা ৷ তুলনাহীন সাহস, পেশাদারিত্ব, সঙ্কল্পের সঙ্গে তারা এই কাজ করেছে ৷ এবার আফগানিস্তানে 20 বছরের সেনা-অবস্থানের অবসান হল ৷"
আন্তর্জাতিক একটি সংবাদসংস্থার রিপোর্ট অনুযায়ী, মধ্যরাতের একটু আগে কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর (Hamid Karzai International Airport) থেকে শেষ ইউএস সি-17 (US C-17 aircraft) এয়ারক্রাফ্ট উড়ে যায় ৷ ওই বিমানে ওঠা আমেরিকার সর্বশেষ সেনা ছিলেন ক্রিস ডোনাহিউ ৷ এরপরই কাবুলের একটি অংশ গুলির শব্দে মেতে ওঠে ৷