পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Panjshir : পঞ্জশির দখলের দাবি তালিবানের, পাল্টা টুইট সালেহ্ বাহিনীর - ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট অফ আফগানিস্তান

আফগানিস্তানে তালিবানবিরোধী শেষ প্রতিরোধটুকুও ভেঙে গেল ৷ পঞ্জশির প্রদেশের দখল নিল তালিবান ৷ একটি বিবৃতিতে অন্তত এমনটাই দাবি করেছে তারা ৷ যা ভিত্তিহীন বলে টুইটারে পাল্টা পোস্ট করেছে ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট অফ আফগানিস্তান ৷

Taliban forces have completely taken control of Panjshir province
Panjshir : ভাঙল প্রতিরোধ, পঞ্জশিরও তালিবানের দখলে ! পাল্টা টুইট সালেহ্ বাহিনীর

By

Published : Sep 6, 2021, 12:52 PM IST

Updated : Sep 6, 2021, 2:04 PM IST

কাবুল, 6 সেপ্টেম্বর : আফগানিস্তানের পঞ্জশির (Panjshir) প্রদেশের সম্পূর্ণ নিয়ন্ত্রণ হাতে নিয়ে নিয়েছে তালিবান ৷ সোমবার সংবাদমাধ্যমের হাতে আসা একটি বিবৃতিতে অন্তত এমনই দাবি করেছে তারা ৷ গত 15 অগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করে তালিবান ৷ তারপর থেকে একমাত্র পঞ্জশির প্রদেশই তাদের নিয়ন্ত্রণের বাইরে ছিল ৷ নর্দার্ন অ্য়ালায়েন্স আগাগোড়া তালিবানের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে ৷

আরও পড়ুন :Panjshir : পঞ্জশিরে মাসুদের যুদ্ধবিরতির ডাক, মৃত্যু প্রতিরোধ বাহিনীর দুই শীর্ষ নেতার

তালিবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ (Zabihullah Mujahid) একটি বিবৃতি জারি করেছে ৷ তাতে সে জানিয়েছে, আফগানিস্তানের বাকি অংশের মতো পঞ্জশিরও তালিবানের দখলে চলে এসেছে ৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মাত্র একরাতেই তালিব যোদ্ধারা পঞ্জশিরের আটটি জেলা দখল করে নেয় ৷ প্রসঙ্গত, আফগানিস্তানে তালিবানের পুনরুত্থানের পরই দেশ ছেড়ে পালিয়ে যান তৎকালীন প্রেসিডেন্ট আশরফ গনি (Ashraf Ghani) ৷

অন্যদিকে, একেবারে বিপরীত মেরুতে দাঁড়িয়ে প্রতিরোধ গড়ে তোলেন ভাইস-প্রেসিডেন্ট আমরুল্লা সালেহ্ (Amrullah Saleh) ৷ তাঁর নেতৃত্বেই পঞ্জশিরে তালিবানকে ঠেকিয়ে রাখে নর্দার্ন অ্য়ালায়েন্স ৷ আমরুল্লার সঙ্গেই লড়াইয়ের নেতৃত্ব ভাগ করে নেন তালিবানবিরোধী যোদ্ধা প্রয়াত আহমেদ শাহ মাসুদের (Ahmad Shah Massoud) ছেলে আহমেদ মাসুদ (Ahmad Massoud) ৷ তালিবানের দাবি, ইতিমধ্যেই সেই শেষ প্রতিরোধটুকুও ভেঙে দিয়েছে তারা ৷

তবে তালিবদের এই দাবি মানতে নারাজ ন্যাশনাল অ্য়ালায়েন্স ৷ টুইটারে তারা জানিয়েছে, তালিবান পঞ্জশির দখলের যে দাবি সংবাদমাধ্যমের কাছে করেছে, তা মিথ্যা ৷ সোমবার বেলা 11 টা নাগাদ (ভারতীয় সময়) একটি টুইট করে ‘ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট অফ আফগানিস্তান’ (National Resistance Front of Afghanistan) ৷ তারা লেখে, ‘‘পঞ্জশির দখলের যে দাবি তালিবান করছে, তা মিথ্যা ৷ যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য উপত্যকার সমস্ত কৌশলী স্থানগুলিতেই এনআরএফ (NRF) এখনও টিকে রয়েছে ৷ আমরা আফগানিস্তানের মানুষকে আশ্বস্ত করতে চাই, যতক্ষণ পর্যন্ত না সুবিচার এবং স্বাধীনতা পাচ্ছি, তালিবান ও তাদের সহযোগীদের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে ৷’’

আরও পড়ুন :Afghanistan Cricket : তালিবান রাজে প্রথম বিদেশ সফরে বাংলাদেশে আফগান ক্রিকেট দল

ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট অফ আফগানিস্তানের এই টুইটার হ্য়ান্ডেলেই লাগাতার টুইট করে চলেছেন আলি মায়সম নাজারি (Ali Maisam Nazary) ৷ টুইটারে তাঁর যে পরিচয় দেওয়া রয়েছে, সেই মোতাবেক তিনি হলেন, ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট অফ আফগানিস্তানের বৈদেশিক সম্পর্কের প্রধান ৷ এদিন দুপুর 12 টা নাগাদ (ভারতীয় সময়) তিনি একটি পোস্ট করেন ৷ তাতে মায়সম জানান, নর্দার্ন অ্য়ালায়েন্সের অন্যতম নেতা আহমদে মাসুদ ভাল আছেন ৷ প্রসঙ্গত, এদিনই সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল একটি ছবি ঘিরে চাঞ্চল্য ছড়ায় ৷ তাতে মাসুদের বাড়ির সামনে তালিব যোদ্ধাদের দাঁড়িয়ে থাকতে দেখা যায় ৷ বিশেষ একটি সূত্র মারফত দাবি করা হয়, পঞ্জশির দখলের পর মাসুদের বাড়িও নাকি দখল করে নিয়েছে তালিবান ৷ সেক্ষেত্রে মায়সমের মাসুদ সম্পর্কে করা পোস্টটির যথেষ্ট তাৎপর্য রয়েছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল ৷

Last Updated : Sep 6, 2021, 2:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details