পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Feb 11, 2021, 7:55 PM IST

ETV Bharat / international

প্রায় 3 বছর পর কারাবাস থেকে মুক্তি সৌদির মহিলা সমাজকর্মীর

মহিলাদের অধিকার রক্ষার আন্দোলন করায় জেলে যেতে হয়েছিল সৌদি আরবের সমাজকর্মী লোগাইন আল-হাথলল ৷ আজ তিন বছর পরে আন্তর্জাতিক চাপের মুখে হাথললকে মুক্তি দিল সৌদি প্রশাসন ৷

saudi-woman-activist-freed-after-nearly-3-years-in-jail
প্রায় 3 বছর পর কারাবাস থেকে মুক্তি সৌদির মহিলা সমাজকর্মীর

সৌদি আরব, 11 ফেব্রুয়ারি : তিনবছর জেল থেকে মুক্তি পেলেন নারী অধিকার নিয়ে কাজ করা সৌদি আরবের সমাজকর্মী লোগাইন আল-হাথলল ৷ তাঁর পরিবারের তরফে জানানো হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের চাপে পড়ে সৌদি প্রশসান তাদের মানবাধিকারের বিষয়টিতে পরিবর্তন এনেছে ৷ তার ফলেই লোগাইন আল-হাথললকে মুক্তি দেওয়া হয়েছে ৷

প্রসঙ্গত, 2018 সালের মে মাসে হাথলল সহ প্রায় 12 জন মহিলা সমাজকর্মীকে গ্রেপ্তার করে সৌদি সরকার ৷ তাঁরা সৌদি আরবের দশকেরও পুরনো নিয়ম, যেখানে মহিলাদের গাড়ি চালানোর অনুমতি ছিল না ৷ সেই নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে আন্দোলন চালাচ্ছিলেন ৷ যদিও, তাঁদের গ্রেপ্তারের এক সপ্তাহ পরেই, আন্তর্জাতিক নিন্দা ও চাপের মুখে সেই নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল সৌদি আরবের রাজ প্রশাসন ৷

আরও পড়ুন : তেলের দাম নিয়ে রাশিয়া-সৌদি সংঘাত: শক্তি উৎপাদনকারীদের কাছে গেম চেঞ্জার

প্রসঙ্গত, লোগাইন আল-হাথলল এখনও বিচারীধিন রয়েছেন এবং তাঁকে সৌদি আরব থেকে যেতে নিষেধ করা হয়েছে ৷ তবে, তাঁর মুক্তির জন্য হাথললের ভাইবোনেরা দেশে এমনকি বিদেশেও সৌদি রাজ প্রশাসনের বিরুদ্ধে প্রচার চালিয়েছিলেন ৷ এই মুহূর্তে তিনি তাঁর বাড়িতেই রয়েছেন বলে পরিবারের তরফে জানানো হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details