বেইরুট, 5 জুলাই : পূর্ব সিরিয়ায় মার্কিন সেনা আবাসনে রকেট হামলা ৷ রবিবার গভীর রাতে কাছাকাছি কোনও এলাকা থেকে এই রকেট হামলা চালানো হয় বলে জানিয়েছেন সিরিয়ার এক বিরোধী যুদ্ধ পর্যবেক্ষক এবং মার্কিন সমর্থিত সেনার এক মুখপাত্র ৷ মোট দু’টি রকেট ছোড়া হয় বলে জানা গিয়েছে ৷ ঘটনায় কেউ আহত হননি ৷ পূর্ব সিরিয়ার দেয়ার আল-জোউর প্রদেশের আল-ওমারে এই হামলা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন সেনার সেদেশের মুখপাত্র তথা কুর্দিশ পরিচালিত সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সের সদস্য সিয়ামেন্দ আলি ৷ তবে, ঠিক কোন জায়গা থেকে এই রকেট হামলা হয়েছে তা এখনও জানা যায়নি বলে জানিয়েছেন তিনি ৷
এই ঘটনায় ব্রিটেন পরিচালিত সিরিয়ার মানবাধিকার রক্ষা কমিটির তরফে বলা হয়েছে, এই রকেট হামলাটি হয়েছে ইরান সেনা অধ্যুষিত মায়াদিন এলাকা থেকে ৷ তবে, আশ্চর্যজনকভাবে এমন কোনও রকেট হামলার ঘটনা ঘটেনি বলে মার্কিন সেনার তরফে দাবি করা হয়েছে ৷ মার্কিন সেনার জোট মুখপাত্র কর্নেল ওয়েন মারোটো তাঁর বিবৃতিতে জানিয়েছেন, ‘‘সিরিয়ায় মার্কিন সেনার উপর রকেট হামলার ঘটনার যে তথ্য জানানো হয়েছে তার কোনও সত্যতা নেই ৷’’