কাবুল, 25 অগস্ট: আফগানিস্তানের দখল নিয়েছে তালিবানি জঙ্গি গোষ্ঠী ৷ পতন হয়েছে গনি সরকারের ৷ এবার তালিবান শীর্ষ নেতৃত্ব জানিয়ে দিল, আফগান সরকার পরিচালনায় শীর্ষে থাকবেন ধর্মীয় পণ্ডিতরা ৷
কাবুলের সংবাদ মাধ্যমের প্রকাশিত খবর অনুযায়ী আফগানিস্তানের রাজধানী শহরে একটি জনসমাবেশে তালিবান নেতৃত্ব ঘোষণা করেছে, গত 20 বছরের সংগ্রাম বৃথা যাবে না ৷ এবার দেশের সরকার পরিচালনায় শীর্ষে থাকবেন ধর্মীয় পণ্ডিতরা ৷ এইসঙ্গে সরকার গঠনে দেশের সমস্ত ধর্মীয় পণ্ডিতদের সহযোগিতা চেয়ে তাঁদের আমন্ত্রণ জানিয়েছে তালিবান নেতারা ৷ তালিবান মুখপাত্র জাবিউল্লা মুজাহিদ বলেন, একটি সর্বস্তরীয় সরকার গঠন করব আমরা ৷ যেখানে সাধারণ মানুষের অধিকার সুরক্ষিত হবে ৷