নয়া দিল্লি, 16 সেপ্টেম্বর : এসসিও সম্মেলন বা সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন-এর (Shanghai Cooperation Organisation, SCO) বৈঠকে যোগ দেওয়ার প্রস্তুতি চলছে ভারতে ৷ আগামিকাল 17 সেপ্টেম্বর তাজাকিস্তানের (Capital of Tajikistan) রাজধানী দুশনবেতে (Dushanbe) এই সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভার্চুয়ালি অংশগ্রহণ করবেন ভারতের প্রতিনিধিরা ৷ আর বিদেশমন্ত্রী (External Affairs Minister) এস জয়শঙ্কর (S Jaishankar) সশরীরে প্রতিনিধিত্ব করবেন ৷ চিনের প্রেসিডেন্ট শি জিংপিং (China President Xi Jinping) এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী (Pakistan Prime Minister) ইমরান খানও (Imran Khan) উপস্থিত থাকবেন এই বৈঠকে ৷
সূত্রে জানা গিয়েছে, এই বৈঠকে সন্ত্রাসদমন, অর্থনৈতিক সহযোগিতা, আঞ্চলিক উন্নয়ন, বিশেষত আফগানিস্তান নিয়ে আলোচনায় জোর দেবে ভারত ৷ এর আগে জুন মাসে জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের (National Security Advisor) এসসিও বৈঠকে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (National Security Advisor of India) অজিত ডোভাল (Ajit Doval) পাকিস্তানে আশ্রিত লস্কর-ই-তইবা (Lashkar-e-Taiba) এবং জইশ-ই-মহম্মদ-এর (Jaish-e-Mohammed) সন্ত্রাস দমনের পরিকল্পনার প্রস্তাব পেশ করেছিলেন ৷