পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Feb 16, 2020, 12:45 PM IST

ETV Bharat / international

বাগদাদে মার্কিন দূতাবাসের কাছে রকেট হামলা

ইরাকের রাজধানী বাগদাদে অ্যামেরিকার দূতাবাসের কাছে রকেট হামলা ৷ একাধিক রকেট নিক্ষেপ করা হয়েছে বলে দাবি অ্যামেরিকান সেনার ৷ গত বছর অক্টোবর থেকে অ্যামেরিকান সেনাকে লক্ষ্য করে এই নিয়ে 19 বার রকেট হামলা হল ৷

rocket hits near us embassy in iraq
মার্কিন দূতাবাসের কাছে রকেট নিক্ষেপ

বাগদাদ, 16 ফেব্রুয়ারি : অ্যামেরিকার দূতাবাসের কাছে ফের রকেট হামলা ৷ আজ সকালে ইরাকের রাজধানী বাগদাদে অ্যামেরিকান দূতাবাসের কাছে একাধিক রকেট হামলা হয় ৷

সংবাদ সংস্থা সূত্রে খবর, আজ সকালে বাগদাদে মার্কিন দূতাবাস চত্বরে আপৎকালীন সাইরেন বেজে ওঠে ৷ ‘গ্রিন জোন’-এর ওপরে বেশ কিছু বিমান উড়তে দেখা যায় এবং বিস্ফোরণ শব্দ শুনতে পাওয়া যায় ৷ রকেট হামলা হয়েছে কি না এবং হলেও কতগুলো রকেট নিক্ষেপ করা হয়েছে তা নিয়ে ধোঁয়াশা ছিল ৷ তবে রকেট হামলায় হতাহতের খবর নেই ৷ গতবছর অক্টোবর থেকে এই নিয়ে 19 বার অ্যামেরিকার দূতাবাস অথবা তাদের সেনার সঙ্গে ইরাকি সেনাকে লক্ষ্য করে রকেট হামলা হল ৷ কোনওবারই হামলার দায় স্বীকার না করলেও, অ্যামেরিকার পক্ষ থেকে ইরানের হাশেদ-অল-শাবি’র বিরুদ্ধেই বার বার অভিযোগ তোলা হয়েছে ৷

গত বছর ডিসেম্বরে উত্তর ইরাকের K1 সেনাঘাঁটিতে রকেট হামলায় অ্যামেরিকার এক কনট্রাক্টর মারা যান ৷ এরপরেই অ্যামেরিকার পক্ষ থেকে হাশেদ-এর বিরুদ্ধে পশ্চিম ইরাকে পাল্টা জবাব দেওয়া হয় ৷ তার কয়েকদিন পরেই বাগদাদে ইরানের উচ্চপদস্থ সেনা আধিকারিক কাসেম সোলেমানি ও তাঁর ডানহাত তথা হাশেদ প্রধান আবু-মাহদি-অল মুহানদিস’কে খতম করে অ্যামেরিকা ৷

সোলেমানি ও আবু মাহদির মৃত্যুর পরেই অ্যামেরিকান সেনাকে ইরাক থেকে উৎখাতের জন্য মরিয়া চেষ্টা চালাতে থাকে ইরান ৷ গতকালই ইরানের আর এক সংগঠন হরকত-অল-নুজাবা’র পক্ষ থেকে ‘কাউন্টডাউন’ (সময় শুরু)-এর ঘোষণা করা হয় ৷ অ্যামেরিকান সেনার একটি গাড়ির ছবি দিয়ে তারা টুইট করে, ‘‘তোমাদের কত কাছে আমরা রয়েছি, তা চিন্তাও করতে পারবে না ৷’’ যার কয়েক ঘণ্টার মধ্যেই আজকের রকেট হামলার ঘটনা ঘটে ৷

ABOUT THE AUTHOR

...view details