পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Taliban in Afghanistan: কাঁটাতারের উপর দিয়ে সন্তানকে বিমানবন্দরে ছুড়ে দিচ্ছেন মা, সেনার চোখেও জল - তালিবানের দখলে আফগানিস্তান

সন্তানকে তালিবানি শাসন থেকে বাঁচাতে আফগান মায়েদের মরিয়া চেষ্টা ৷ বিমানবন্দরের কাঁটাতারের উপর দিয়ে নিজের সন্তানকে 'নিপারদ' আশ্রয়ে ছুড়ে দিতে দেখা গেল তাঁদের ৷

s
s

By

Published : Aug 19, 2021, 5:38 PM IST

কাবুল, 19 অগস্ট: হামিদ কারজাই বিমানবন্দরের উঁচু পাঁচিল ৷ তার উপরে কাঁটাতার ৷ সেই কাঁটাতারের উপর দিয়ে শিশু সন্তানকে ছুড়ে দিচ্ছেন মায়েরা ৷ সন্তানকে বাঁচানোর কাতর আর্তনাদ করছেন তাঁরা, আমার সন্তানকে বাঁচান, অন্য দেশে নিয়ে যান ৷ এই দৃশ্য দেখে কেঁদে ফেললেন ব্রিটিশ ও আমেরিকান সেনা কর্মীরাও ৷

আফগানিস্তান তালিবানের দখল যাওয়ার পর থেকেই কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দর একাধিক মর্মান্তিক দৃশ্যের সাক্ষী হয়েছে ৷ বিদেশিরা তো বটেই, এমনকি আফগানদেরও তালিবাানি শাসন থেকে বাঁচতে মরিয়া চেষ্টা করতে দেখা গিয়েছে ৷ যার ফলে প্লেনের চাকা থেকে পড়ে, পদপিষ্ট হয়ে এবং গুলিবিদ্ধ হয়ে 12 জনের মৃত্যু হয়েছে ৷ বুধবার আরও এক বেদনাদায়ক দৃশ্যের সাক্ষী হল হামিদ কারজাই বিমানবন্দর ৷ যে দৃশ্যে মায়েরা নিজের সন্তানদের কাঁটাতারের উপর ছুঁড়ে দিচ্ছিলেন বিমানবন্দরের 'নিরাপদ' চৌহদ্দিতে ৷ আর্তনাদ করে বলছিলন, কেউ যেন তাঁদের সন্তানদের নিরাপদে অন্য দেশে নিয়ে যায় ৷ এমন দৃশ্য দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন আমেরিকান ও ব্রিটিশ সেনারাও ৷ চোখ জলে ভরে ওঠে সেনাকর্মীদেরও ৷ দেশে থাকা নিজেদের পরিবার, সন্তানদের কথা মনে পড়ে তাঁদের ৷

আরও পড়ুন: Taliban stopped Export Import: ভারতের সঙ্গে আমদানি-রফতানি বন্ধ করল তালিবান, দাম বাড়বে ড্রাই ফ্রুটসের !

একটি সংবাদমাধ্যমকে এক ব্রিটিশ সেনা আধিকারিক কাঁদতে কাঁদতে বলেন, "এই দৃশ্য ভয়ঙ্কর ৷ মায়েরা সন্তানকে কাঁটাতারের উপর দিয়ে ছুঁড়ে দিচ্ছেন ৷ সেনাকর্মীদের তাঁরা অনুরোধ করছেন, আমাদের সন্তানদের আপনারা নিন ৷ কয়েকটি শিশুকে লুফে নেওয়া হলেও বেশ কয়েকটি শিশু কাঁটতারে আটকে যায় ৷ এই দৃশ্য কোনওদিন ভুলতে পারব না ৷ আমাদেরও পরিবার রয়েছে দেশে ৷ নিজেদের সন্তানের মুখ ভেসে উঠছিল ৷"

ABOUT THE AUTHOR

...view details