ওয়াশিংটন, 29 অগস্ট : কাবুল বিমানবন্দরে ফের জঙ্গি হামলা হতে পারে বলে সতর্ক করলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ৷ গত 26 অগস্ট কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠী ৷ যাতে মৃত্যু হয় 170 জন আফগান নাগরিক ও 13 জন মার্কিন সেনার ৷ এর পর শনিবার আমেরিকা পাল্টা ড্রোন হামলা চালায় ৷ বিমানবন্দর হামলার মূলচক্রীর মৃত্যু হয়েছে বলে দাবি করে পেন্টাগন ৷ কিন্তু এখানেই অশান্তি থামছে না ৷ আগামী "24-36 ঘণ্টার মধ্যে" কাবুল বিমানবন্দরে ফের জঙ্গি হামলা হতে পারে বলে সতর্ক করলেন বাইডেন ৷
26 অগস্ট বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরের বাইরে জোড়া বিস্ফোরণের জবাবে গতকাল আমেরিকা পাল্টা ড্রোন হামলা চালায় পূর্ব আফগানিস্তানে ৷ পেন্টাগনের (Pentagon) দাবি, এই হামলায় ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠীর (Islamic State group) দু'জন প্রধান জঙ্গি মারা গিয়েছে ৷ এরপর গতকাল প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, "এই আক্রমণটাই শেষ নয় ৷ আমরা বর্বরোচিত ওই আক্রমণের সঙ্গে জড়িত প্রত্য়েকটি মানুষকে খুঁজে বের করব ৷ " সেই সময় তিনি আরও জানান, তাঁর কম্যান্ডাররা তাঁকে আগামী 24-36 ঘণ্টার মধ্যে ফের জঙ্গি আক্রমণের সম্ভাবনার কথা জানিয়েছে ৷ ফলে কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত মার্কিন সেনাকে কড়া নিরাপত্তার বিষয়ে নতুন করে সতর্ক হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷