পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Joe Biden : আগামী 24-36 ঘণ্টায় ফের জঙ্গি হামলার সম্ভাবনা কাবুল বিমানবন্দরে, সতর্ক করলেন বাইডেন - Afghanistan

বৃহস্পতিবারের জঙ্গি বিস্ফোরণে প্রাণ গিয়েছে বহু মানুষের ৷ তার জবাবে শনিবার ড্রোন হামলা চালিয়েছে আমেরিকা ৷ আরও জঙ্গি আক্রমণের সম্ভাবনা রয়েছে বলে সতর্ক করলেন প্রেসিডেন্ট জো বাইডেন ৷

প্রেসিডেন্ট বাইডেন
প্রেসিডেন্ট বাইডেন

By

Published : Aug 29, 2021, 7:42 AM IST

Updated : Aug 29, 2021, 8:41 AM IST

ওয়াশিংটন, 29 অগস্ট : কাবুল বিমানবন্দরে ফের জঙ্গি হামলা হতে পারে বলে সতর্ক করলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ৷ গত 26 অগস্ট কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠী ৷ যাতে মৃত্যু হয় 170 জন আফগান নাগরিক ও 13 জন মার্কিন সেনার ৷ এর পর শনিবার আমেরিকা পাল্টা ড্রোন হামলা চালায় ৷ বিমানবন্দর হামলার মূলচক্রীর মৃত্যু হয়েছে বলে দাবি করে পেন্টাগন ৷ কিন্তু এখানেই অশান্তি থামছে না ৷ আগামী "24-36 ঘণ্টার মধ্যে" কাবুল বিমানবন্দরে ফের জঙ্গি হামলা হতে পারে বলে সতর্ক করলেন বাইডেন ৷

26 অগস্ট বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরের বাইরে জোড়া বিস্ফোরণের জবাবে গতকাল আমেরিকা পাল্টা ড্রোন হামলা চালায় পূর্ব আফগানিস্তানে ৷ পেন্টাগনের (Pentagon) দাবি, এই হামলায় ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠীর (Islamic State group) দু'জন প্রধান জঙ্গি মারা গিয়েছে ৷ এরপর গতকাল প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, "এই আক্রমণটাই শেষ নয় ৷ আমরা বর্বরোচিত ওই আক্রমণের সঙ্গে জড়িত প্রত্য়েকটি মানুষকে খুঁজে বের করব ৷ " সেই সময় তিনি আরও জানান, তাঁর কম্যান্ডাররা তাঁকে আগামী 24-36 ঘণ্টার মধ্যে ফের জঙ্গি আক্রমণের সম্ভাবনার কথা জানিয়েছে ৷ ফলে কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত মার্কিন সেনাকে কড়া নিরাপত্তার বিষয়ে নতুন করে সতর্ক হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷

আরও পড়়ুন : US Forces Target ISIS-K: প্রত্যাঘাত আমেরিকার, বিমানবন্দর হামলার মূলচক্রী খতম; দাবি পেন্টাগনের

পেন্টাগন জানিয়েছে মার্কিন সেনাবাহিনীর 13টি দল আমেরিকার উদ্দেশে রওনা দিয়েছে ৷ বিগত 20 বছরে 2 হাজার 400-রও বেশি মার্কিন সেনা প্রাণ হারিয়েছে আমেরিকার দীর্ঘতম যুদ্ধে ৷ প্রেসিডেন্ট বাইডেনের (President Biden) সচিব (press secretary) জেন সাকি (Jen Psaki) জানিয়েছেন, বৃহস্পতিবারের বিস্ফোরণে যাঁরা মারা গিয়েছেন, তাঁদের এই আত্মবলিদান, সেবাকে সম্মান জানাতে প্রেসিডেন্ট বাইডেনের পক্ষে যা যা করা সম্ভব, তিনি সব করবেন৷

Last Updated : Aug 29, 2021, 8:41 AM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details