পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

নতুন স্পাই স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ ইজ়রায়েলের - ইজ়রায়েলি স্পাই স্যাটেলাইট

গত দু'দশকে ইজ়রায়েলের স্পাই স্যাটেলাইটে নতুন সংযোজন এই “ওফেক 16” স্যাটেলাইটটি । সেই দেশের প্রতিরক্ষা মন্ত্রকের স্পেস অ্যান্ড স্যাটেলাইট অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান আমনোন হারারি বলেন, “ইজ়রায়েলের উপর আসা যে কোনও হুমকির উপর প্রতিনিয়ত নজর রাখবে এই স্পাই স্যাটেলাইটগুলি ।”

Spy Satellite
Spy Satellite

By

Published : Jul 6, 2020, 9:38 PM IST

জেরুজ়ালেম, 6 জুলাই : নতুন স্পাই স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ করল ইজ়রায়েল । প্রতিরক্ষা সংক্রান্ত নজরদারি আরও বাড়াতে আজ ভোরে এই স্পাই স্যাটেলাইটটি উৎক্ষেপন করা হয় ।

গত দু'দশকে ইজ়রায়েলের স্পাই স্যাটেলাইটে নতুন সংযোজন এই “ওফেক 16” স্যাটেলাইটটি । সেই দেশের প্রতিরক্ষা মন্ত্রকের স্পেস অ্যান্ড স্যাটেলাইট অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান আমনোন হারারি বলেন, “ইজ়রায়েলের উপর আসা যে কোনও হুমকির উপর প্রতিনিয়ত নজর রাখবে এই স্পাই স্যাটেলাইটগুলি ।” যদিও 2002-এ চালু হওয়া “ওফেক 5” এবং 2016-এ চালু হওয়া “ওফেক 11” বাদে বর্তমানে ক'টি স্যাটেলাইট সক্রিয় রয়েছে সেই বিষয়ে কিছু নিশ্চিত করেননি তিনি ।

ইজ়রায়েল এরোস্পেস ইন্ডাস্ট্রিজ় ও প্রতিরক্ষা মন্ত্রক যৌথভাবে নতুন স্পাই স্যাটেলাইটটি তৈরি করেছে । প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, আজ ভোর চারটে নাগাদ সেন্ট্রাল ইজ়রায়েলের পালমাচিম এয়ারবেস থেকে মহাকাশে উন্নত ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিন-অপটিক্যাল স্যাটেলাইট “ওফেক 16”-এর সফল উৎক্ষেপণ করা হয় ।

ইরানের লং রেঞ্জ মিসাইলের ব্যবহার, প্রতিবেশী সিরিয়ায় সেই দেশের সেনার উপস্থিতি এবং তাদের পারমাণবিক কর্মকাণ্ডের দিকে নজর রেখে সে দেশের উপর কড়া নজর রাখছে ইজ়রায়েল ।

ABOUT THE AUTHOR

...view details