জেরুজ়ালেম, 6 জুলাই : নতুন স্পাই স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ করল ইজ়রায়েল । প্রতিরক্ষা সংক্রান্ত নজরদারি আরও বাড়াতে আজ ভোরে এই স্পাই স্যাটেলাইটটি উৎক্ষেপন করা হয় ।
গত দু'দশকে ইজ়রায়েলের স্পাই স্যাটেলাইটে নতুন সংযোজন এই “ওফেক 16” স্যাটেলাইটটি । সেই দেশের প্রতিরক্ষা মন্ত্রকের স্পেস অ্যান্ড স্যাটেলাইট অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান আমনোন হারারি বলেন, “ইজ়রায়েলের উপর আসা যে কোনও হুমকির উপর প্রতিনিয়ত নজর রাখবে এই স্পাই স্যাটেলাইটগুলি ।” যদিও 2002-এ চালু হওয়া “ওফেক 5” এবং 2016-এ চালু হওয়া “ওফেক 11” বাদে বর্তমানে ক'টি স্যাটেলাইট সক্রিয় রয়েছে সেই বিষয়ে কিছু নিশ্চিত করেননি তিনি ।