নয়া দিল্লি, 1 অক্টোবর : অপহৃত ভারতীয় ব্যবসায়ী বাঁশরীলাল আরেন্ধিকে (Bansari Lal Arendah) ছেড়ে দিয়েছে তালিবান ৷ কাবুল দখলের পর 14 সেপ্টেম্বর এই ব্যবসায়ীকে অপহরণ করা হয় ৷ বৃহস্পতিবার তাঁকে ছেড়ে দেওয়ার খবরটি জানিয়েছেন 'ইন্ডিয়ান ওয়ার্ল্ড ফোরাম'-এর (Indian World Forum) সভাপতি (President) পুনীত সিং ছান্দোক (Puneet Singh Chandhok) ৷
তিনি বলেন, "আমি নিশ্চিত করছি যে, ভারতীয় ব্যবসায়ী 50 বছরের (প্রায়) বাঁশরীলাল আরেন্ধিকে আজ সকালে কয়েক ঘণ্টা আগে ছেড়ে দেওয়া হয়েছে ৷ 14 সেপ্টেম্বর তাঁকে বন্দুকের ভয় দেখিয়ে তুলে নিয়ে যাওয়া হয় ৷ তিনি এখন তাঁর দাদা অশোক লালের সঙ্গে রয়েছেন ৷" ছান্দোক এ বিষয়টি বিদেশমন্ত্রককে জানিয়ে মন্ত্রকের হস্তক্ষেপ চেয়েছিলেন ৷ ব্যবসায়ীকে মুক্ত করার ঘটনায় তাঁকে শুভেচ্ছা জানিয়েছে বিদেশমন্ত্রক ৷