পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

India-Israel Free Trade: নজরে শুল্কমুক্ত বাণিজ্য, নতুন করে আলোচনা এগিয়ে নিয়ে যেতে সম্মত ভারত-ইজরায়েল - S Jaishankar

আগামী মাস থেকে এ নিয়ে দফায় দফায় বৈঠক শুরু হচ্ছে ৷ তা ফলপ্রসূ হলে আগামী বছর জুনের মধ্যে ভারত এবং ইজরায়েল মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষর করে ফেলবে ৷ সে ক্ষেত্রে পরস্পরই শুল্কমুক্ত বাণিজ্যের সুযোগ সুবিধা পাবে ।

India-Israel agree to resume talks on free trade agreement
নজরে শুল্কমুক্ত বাণিজ্য

By

Published : Oct 18, 2021, 9:18 PM IST

জেরুজালেম, 18 অক্টোবর: মুক্ত বাণিজ্য নিয়ে নতুন করে আলোচনা এগিয়ে নিয়ে যেতে সম্মত হল ভারত এবং ইজরায়েল । বর্তমানে ইজরায়েল সফরে রয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর । তাঁর সফর চলাকালীনই সোমবার এগিয়ে নিয়ে যাওয়ায় মত দিয়েছে দুই দেশই ৷ আগামী মাস থেকে এ নিয়ে দফায় দফায় বৈঠক শুরু হচ্ছে ৷ তা ফলপ্রসূ হলে আগামী বছর জুনের মধ্যে ভারত এবং ইজরায়েল মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষর করে ফেলবে ৷ সে ক্ষেত্রে পরস্পরই শুল্কমুক্ত বাণিজ্যের সুযোগ সুবিধা পাবে ।

আরও পড়ুন:NSA Meet : আফগানিস্তান নিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠক, আয়োজক ভারত

সোমবার ইজরায়েলের বিদেশমন্ত্রী ইয়ের লাপিদ-এর সঙ্গে বৈঠক করেন জয়শঙ্কর ৷ সেখান থেকে বেরিয়ে তিনি বলেন, ‘‘আগামী বছর জুনের মধ্যেই দীর্ঘ দিন ধরে আটকে থাকা এই চুক্তিতে সিলমোহর পড়ে যাবে ৷’’ শুধু মুক্ত বাণিজ্য চুক্তিই নয়, ভারতের উদ্যোগে শুরু হওয়া আন্তর্জাতিক সৌরশক্তি জোটেও শামিল হয়েছে ইজরায়েল ৷ এ নিয়ে জয়শঙ্করের সঙ্গে চুক্তি স্বক্ষর করেছেন সে দেশের জ্বালানি মন্ত্রী কেরিন এলহারার ৷ ভারত এবং ইজরায়েল, দু’দেশে তৈরি হওয়া করোনা টিকার শংসাপত্রকে বৈধতা দিতেও রাজি হয়েছে ৷

আরও পড়ুন:Taslima Nasreen : ‘জিহাদিস্তান’ বাংলাদেশের ‘রানি’ শেখ হাসিনা, কটাক্ষ তসলিমার

বিদেশ মন্ত্রকের দায়িত্ব পাওয়ার পর এই প্রথম ইজরায়েল সফরে গেলেন জয়শঙ্কর ৷ প্রেসিডেন্ট আইজাক হেরজগ এবং প্রধানমন্ত্রী নাফতলি বেনেটের সঙ্গেও সাক্ষাৎ করবেন ৷ সে দেশের শিক্ষাবিদ, ব্যবসায়ী সংগঠনের নেতা এবং ভারতীয়-ইহুদি সম্প্রদায়ের মানুষের সঙ্গেও আলাদা করে দেখা করার কথা রয়েছে ৷ এর আগে, 2017 সালের জুলাই মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইজরায়েল সফরে গিয়েছিলেন ৷ তা তুলে ধরে ভারত-ইজরায়েল দীর্ঘমেয়াদি সম্পর্ক নিয়ে সেখানে কথা বলবেন জয়শঙ্কর ৷

ABOUT THE AUTHOR

...view details