নিউ ইয়র্ক, 12 মে : আবারও খবরের শিরোনামে ইজরায়েল-প্যালেস্তাইন যুদ্ধ ৷ যা নিয়ে চিন্তায় রাষ্ট্রপুঞ্জ-সহ বাকি দেশগুলিও ৷ মঙ্গলবার এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করলেন রাষ্ট্রপুঞ্জের ভারতীয় অ্যাম্বাসাডর টিএস ত্রিমূর্তি ৷ তিনি দু'টি দেশকেই তাদের স্থিতাবস্থা থেকে সরে না যেতে অনুরোধ করেন ৷
পূর্ব জেরুজালেমে বাড়তে থাকা এই সংঘর্ষ নিয়ে রাষ্ট্রপুঞ্জের সিকিউরিটি কাউন্সিলের বৈঠকে ত্রিমূর্তি হারাম আল-শরিফ/টেম্পল মাউন্টের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন ৷ তাঁর কথায়, "হারাম আর শরিফ, টেম্পল মাউন্টে হিংসাত্ম ঘটনা, শেখ জারাহ, সিলওয়ানের পার্শ্ববর্তী অঞ্চলের উচ্ছেদ নিয়ে তিনি চিন্তিত ৷" গাজার রকেট আক্রমণ বন্ধ করা হোক এখনই, সঙ্গে সরাসরি শান্তি বৈঠকে বসার প্রস্তাব দিয়েছেন তিনি ৷
শ'য়ে শ'য়ে রকেট নিয়ে আক্রমণ চালিয়েছে গাজা, এর জবাব দিতে প্রতিআক্রমণ চালিয়েছে ইজরায়েলও ৷ মারা গিয়েছেন দু'জন মহিলা, যার মধ্যে একজন ভারতীয় ৷
আরো পড়ুন: গাজার রকেট হানায় ইজরায়েলে এক ভারতীয় মহিলার মৃত্যু
প্যালেস্তাইনের স্বাস্থ্যমন্ত্রকের হিসেব অনুযায়ী ইজরায়েলের প্রতি আক্রমণে গাজায় অন্ততপক্ষে 10 জন শিশু-সহ 28 জন মারা গিয়েছেন ৷ আহতের সংখ্যা এখনো পর্যন্ত 152-রও বেশি ৷ ইজরায়েলের সামরিক দফতরের হিসেব অনুযায়ী তারা 15 জনেরও বেশি সেনাকে মেরেছে ৷