হায়দরাবাদ, 5 অগাস্ট : ভারতীয় সময় মঙ্গলবার রাত সাড়ে নয়টার সময় জোরালো বিস্ফোরণে কেঁপে ওঠে লেবাননের রাজধানী বেইরুট। পর পর দুটি বিস্ফোরণে কমপক্ষে 100 জন নিহত এবং কমপক্ষে 4000 জন আহত হয়েছেন । স্থানীয় সংবাদমাধ্যম থেকে জানা যাচ্ছে, বিস্ফোরণস্থানে বেশ কয়েকটি বহুতল ভেঙে পড়ে। এর ফলে গোটা জায়গাটি ধ্বংসস্তূপের চেহারা নেয় ৷ এখনও পর্যন্ত পরিষ্কার নয় কী কারণে এই বিস্ফোরণ ৷
হ্যালিফ্যাক্স থেকে টেক্সাস: ভয়াবহ সব অ-পারমাণবিক বিস্ফোরণ - হ্যালিফ্যাক্স
শেষ খবর পাওয়া পর্যন্ত বেইরুটে বিস্ফোরণে কমপক্ষে 100 জনের মৃত্যু হয়েছে ৷ এই প্রথম নয়, এর আগেও বিশ্বের বিভিন্ন জায়গায় অ-পারমাণবিক সব বিস্ফোরণ ঘটেছে ৷
![হ্যালিফ্যাক্স থেকে টেক্সাস: ভয়াবহ সব অ-পারমাণবিক বিস্ফোরণ টেক্সাস](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-04:35:12:1596625512-beirutttt-0508newsroom-1596621628-329.jpg)
টেক্সাস
রাষ্ট্রপতি মিশেল আউন বলেছেন, “ছয় বছর ধরে 2,750 টন অ্যামোনিয়াম নাইট্রেট একটি গুদামে কোনও বিশেষ নিরাপত্তা ছাড়াই করা মজুত রয়েছিল।” প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ওই গুদাম থেকেই বিস্ফোরণের ঘটনা ৷
একনজরে দেখে নেওয়া যাক বিশ্বের বৃহত্তম অ-পারমানবিক বিস্ফোরণের ঘটনাগুলি :