পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

তেহরানে বিস্ফোরণে মৃত 13 - Iran explosion

তেহরানের উত্তরে একটি মেডিকেল ক্লিনিকে বিস্ফোরণে 13 জনের মৃত্যু হয়েছে । গুরুতর আহত ছয় ৷

Gas explosion at clinic in Iranian capital
তেহরানে গ্যাস বিষ্ফোরণ

By

Published : Jul 1, 2020, 5:38 AM IST

তেহরান, 1 জুলাই : তেহরানের একটি মেডিকেল ক্লিনিকে গ্যাস লিক করে বিস্ফোরণের জেরে মৃত্যু হল 13 জনের । গুরুতর আহত ছ'জন ৷

আলি আলকাসিমেহর নামে এক প্রশাসনিক আধিকারিক বলেন, আগুন লেগে দশ জন পুরুষ ও তিন মহিলার মৃত্যু হয়েছে ৷ মৃত্যুর সংখ্যা বাড়তে বলে তাঁর আশঙ্কা ৷ তিনি আরও বলেন, ছ'জনকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে ৷ গ্যাস লিকের জেরেই এই বিস্ফোরণ বলে স্থানীয় সূত্রে খবর ৷

খবর পেয়েই ঘটনাস্থানে যায় দমকলের কয়েকটি ইঞ্জিন । ওই এলাকা ঘিরে দিয়েছে পুলিশ । ঘটনাস্থানে দশটি অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়েছে । আশপাশের হাসপাতালগুলিকেও প্রস্তুত থাকতে বলা হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details