পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Ashraf Ghani : সপরিবারে সংযুক্ত আরব আমিরশাহিতে গনি - আমিরশাহিতে গনি

বুধবার সন্ধ্যায় আমিরশাহির বিদেশ মন্ত্রক লিখিত বিবৃতিতে জানায়, প্রাক্তন আফগান প্রেসিডেন্ট তাদের দেশে আশ্রয় নিয়েছেন ৷

s
s

By

Published : Aug 18, 2021, 11:03 PM IST

কাবুল, 18 অগস্ট: তালিবান কাবুলের দখল নিতেই দেশ ছেড়ে পালিয়েছিলেন আশরাফ গনি । এর পর তাঁর খবর পাওয়া যাচ্ছিল না। অবশেষে জানা গেল, সংযুক্ত আরব আমিরশাহিতে আশ্রয় নিয়েছেন প্রাক্তন আফগান প্রেসিডেন্ট ।

বুধবার সন্ধ্যায় আমিরশাহির বিদেশ মন্ত্রক লিখিত বিবৃতিতে জানায়, "সংযুক্ত আরব আমিরশাহির পররাষ্ট্র এবং আন্তর্জাতিক সহযোগিতা বিভাগ মানবিকতার খাতিরে আফগান প্রেসিডেন্ট আশরফ গনি এবং তাঁর পরিবারকে আশ্রয় দিয়েছে।"

আরও পডুন: Taliban : প্রাক্তন প্রেসিডেন্ট কারজাইয়ের সঙ্গে বৈঠক তালিবান কমান্ডারের

রবিবার কাবুলের দখল নেয় তালিবান গোষ্ঠী ৷ এর পর অরাজক পরিস্থিতি তৈরি হয় দেশে ৷ সেই সময় প্রাক্তন আফগান প্রেসিডেন্ট পলাতক হন বলে জানা যায় ৷ তিনি পালিয়ে তাজিকিস্তানে গিয়েছেন বলে দাবি ওঠে । যদিও আজ জানা গেল, সংযুক্ত আরব আমিরশাহিতে আশ্রয় নিয়েছেন তিনি ।

ABOUT THE AUTHOR

...view details