জেদ্দা (সৌদি আরব), ১২ মার্চ : ফ্লাইট নম্বর SV832 তখন জেদ্দা থেকে কুয়ালালামপুরে ওড়ার জন্য তৈরি। বিমান বন্দরের ওয়েটিং রুমে সন্তানকে রেখে বিমানে উঠে পড়েছিলেন মা। ফেলে যাওয়া সন্তানকে নিতেই টেক অফের কিছুক্ষণের মধ্যে আবদুল আজিজ় আন্তর্জাতিক বিমান বন্দরে ফিরে আসতে হল বিমানকে।
ফেলে যাওয়া সন্তানকে নিতে টেক অফের পর ফিরল বিমান
ফেলে যাওয়া সন্তানকে নিতেই টেক অফের কিছুক্ষণের মধ্যে আবদুল আজিজ় আন্তর্জাতিক বিমান বন্দরে ফিরে আসতে হল বিমানকে।
সাধারণত, বড় কোনও জরুরি অবস্থা ছাড়া বিমান বন্দরে বিমানকে ফেরানো হয় না। তবে এবার তার ব্যতিক্রম। পাইলটকে বলতে শোনা গেছে, তিনি এয়ার ট্র্যাফিক কন্ট্রোলারকে বলছেন, "বিমানটিকে ফেরানোর অনুমতি চেয়ে অনুরোধ করছি। একজন যাত্রী তাঁর সন্তানকে ওয়েটিং রুমে ফেলে এসেছেন। আমরা কি ফিরতে পারি? ঈশ্বর আমাদের সঙ্গে রয়েছেন।" এরপর ফ্লাইট নম্বর নোট করেন অপারেটররা। পাইলটকে আবার বলতে শোনা গেল, "আমরা বললাম যে, একজন যাত্রী তাঁর সন্তানকে ফেলে এসেছেন এবং যেতে চাইছেন না তিনি।"
শেষমেশ সম্মতি জানালেন অপারেটররা। বললেন, "ওকে। ফিরিয়ে আনা হোক বিমানকে। আমাদের কাছে এটি একটি নতুন অভিজ্ঞতা।" এরপরেই সন্তানকে ফিরে পেলেন মা।