বাগদাদ, 13 জুলাই : দক্ষিণ ইরাকের হাসপাতালে লাগা বিধ্বংসী আগুনে পুড়ে 58 জনের মৃত্যু হয়েছে ৷ আজ এমনই জানানো হয়েছে স্বাস্থ্য আধিকারিকদের তরফে ৷ ইরাক প্রশাসনের তরফে দুই স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, প্রায় 100 জনের বেশি মানুষ আগুন পুড়ে জখম হয়েছেন ৷ প্রসঙ্গত, সোমবার দক্ষিণ ইরাকের নাসিরিয়া শহরের আল-হাসান শিক্ষানবিশ হাসপাতালের করোনা ভাইরাস বিভাগে আগুন লাগে ৷ সেই দুর্ঘটনায় মঙ্গলবার মৃতের সংখ্যা বেড়ে 58 হয়েছে ৷
এর আগে প্রশাসনের তরফে জানানো হয়েছে বিদ্যুতের শর্ট সার্কিটের কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ৷ এর থেকে বেশি তথ্য প্রশাসনের তরফে জানানো হয়নি ৷ আরেক আধিকারিক জানিয়েছেন, আগুন ছড়িয়ে পড়ে যখন অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ হয় ৷ সাংবাদিকদের সঙ্গে কথা বলার অনুমতি না থাকায়, নাম প্রকাশ না করে ওই আধিকারিক এই তথ্য জানিয়েছেন ৷ তিন মাস আসে করোনার জন্য 70টি শয্যা বিশিষ্ট নতুন এই ওয়ার্ডটি খোলা হয়েছিল ৷