পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

কাবুলে নিহত প্রেসিডেন্ট আসরফ ঘানির ভাই - afganistan

আফগানিস্তান প্রেসিডেন্ট আসরফ ঘানির ভাইকে খুন করল দুষ্কৃতীরা ৷ পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে ৷ তবে, এখনও পর্যন্ত দুষ্কৃতীদের ধরা যায়নি ৷

Cousin of Afghanistan President Ashraf Ghani found shot to death in Kabul
কাবুলে নিহত আফগানিস্তান প্রেসিডেন্ট আসরফ ঘানির ভাই

By

Published : Jul 4, 2020, 7:16 PM IST

কাবুল, 4জুলাই : আফগানিস্তানের প্রেসিডেন্টআসরফ ঘানির ভাইকে খুন ৷ কাবুলে তাকে গুলিবিদ্ধ অবস্থায় নিজের বাড়ি থেকে উদ্ধারকরা হয় ৷ আফগানিস্তানের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর ৷

নামরিশাদ আহমদজ়াই ৷ আজ কাবুল শহরেPD 6এলাকায় নিজের বাড়ি থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করে পুলিশ ৷প্রাথমিক তদন্তে পুলিশ জানাতে পারে,গতকাল রাতে তাঁর বাড়িতে বন্দুক নিয়েহামলা চালায় কয়েকজন দুষ্কৃতী ৷ এরপর তাঁকে গুলি করে হত্যা করে ঘটনাস্থান থেকেপালিয়ে যায় তারা ৷ ঘটনার তদন্ত চলছে ৷

একটিটুইট করে সেদেশেরRIVনজরদারিদল জানায়, "গতকাল কাবুল শহরে প্রেসিডেন্ট আসরফ ঘানির ভাইকে কয়েকজন দুষ্কৃতীরাবন্দুক নিয়ে হামলা চালায় ৷ এরপর তাঁকে গুলি করে পালায় দুষ্কৃতীরা ৷ "

ABOUT THE AUTHOR

...view details